এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নেতাজির চিঠির বিষয়ে বিস্ফোরক অভিযোগ সুগত বসুর, জন্ম দিলো তীব্র বিতর্কের

নেতাজির চিঠির বিষয়ে বিস্ফোরক অভিযোগ সুগত বসুর, জন্ম দিলো তীব্র বিতর্কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় বিশেষ যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়েও ইংরেজদের অধীনে চাকরি তিনি গ্রহণ করেননি। সেসময় ইংরেজ সরকারের কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন। নেতাজির সেই চিঠি সংগ্রহ করা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। ১৯২১ সালের ২২ সে এপ্রিল ইংরেজ সরকারকে এই চিঠিটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যে চিঠি ররেছে, তা একটি জাল চিঠি বলে বিস্ফোরক অভিযোগ করলেন নেতাজির পরিবারের সদস্য সুগত বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারম্যান সুগত বসু জানিয়েছেন যে, এ বিষয়ে নেতাজির আসল চিঠিটি লন্ডনের ভারতীয় অফিসে সংগৃহীত রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যে চিঠিটি রয়েছে, সেটি নেতাজির হাতের লেখা নয়। এতে বানান ভুলও আছে। আসল চিঠিটি তাঁর মা কৃষ্ণা বসুর ‘ইতিহাসের সন্ধানে’ বইতে স্থান পেয়েছে। যা লন্ডন থেকে সংগ্রহ করেছিলেন তাঁরা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্তকে এ বিষয়ে তিনি একটি চিঠি দিয়েছেন।

ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে এই জাল চিঠি তিনি সরিয়ে দিতে বলছেন। তিনি আরো লিখেছেন যে, নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী এসে দেশের অন্যতম শ্রেষ্ঠ নায়ক নেতাজিকে সম্মান দিয়েছেন। তাঁর নতুন সংগ্রহশালা উদ্বোধন করেছেন। কিন্তু নেতাজি সম্পর্কে গবেষণা কি আরও যত্ন নিয়ে করা সম্ভব হতো না? নেতাজিকে সম্মান জানাতে গিয়ে এত বড় ভুল, কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এভাবে নেতাজির চিঠির বিষয়ে অভিযোগ জানিয়ে বিরাট বিতর্কের সৃষ্টি করলেন সুগত বসু। এবার, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হয়? সেদিকেই দৃষ্টি সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!