এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নেতাজির অসম্মান” তৃণমূলের অভিযোগের জবাবে ধুয়ে দিলেন সুকান্ত ! ব্যাপক চাপে ঘাসফুল!

“নেতাজির অসম্মান” তৃণমূলের অভিযোগের জবাবে ধুয়ে দিলেন সুকান্ত ! ব্যাপক চাপে ঘাসফুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানি চলছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেয় না কেন্দ্রীয় সরকার। আর পরিস্থিতিতে পাল্টা বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে কটাক্ষ করা হচ্ছে। যদিও বা এই গোটা বিষয়ে মন্তব্য করে এবার তৃণমূলকে পাল্টা চাপে ফেলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আর সেখানেই তৃণমূলের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে, নেতাজিকে বিজেপি অসম্মান করছে, সেই বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাল্টা তৃণমূলকে চাপে ফেলে দেন বিজেপির রাজ্য সভাপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, “তৃণমূল কংগ্রেস যে পরিমাণ অসম্মান করেছে ভারতীয় মনীষীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার গর্ব তৈরি করে, বিজেপি কিন্তু কখনই তা করেনি। বিজেপির কোনো নেতাকে বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব বলে দাবি করে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ প্রমুখদের বাংলার গর্ব হিসেবে জানে বিজেপি।”

বিশেষজ্ঞরা বলছেন, সুকান্ত মজুমদার এক্ষেত্রে “বাংলার গর্ব মমতা” এই শ্লোগানকে কটাক্ষ করলেন। তিনি বুঝিয়ে দিলেন, বিজেপির পক্ষ থেকে এই রকম কোনো স্লোগান দেওয়া হয়নি। কিন্তু তৃণমূল এই শ্লোগান দিয়ে বাংলার মনীষীদের অপমান করেছে বলে পাল্টা সোচ্চার হলেন সুকান্ত মজুমদার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!