এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নেতাজির প্রতি অবিচার করা হয়েছে,দেওয়া হয়নি যোগ্য স্থান-কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অমিত শাহ

নেতাজির প্রতি অবিচার করা হয়েছে,দেওয়া হয়নি যোগ্য স্থান-কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অমিত শাহ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নেতাজিকে তাঁর যোগ্য সম্মান দেয়া হয়নি। নেতাজির প্রতি বারবার অবিচার করেছে কংগ্রেস, এমন অভিযোগ একাধিকবার উঠেছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে, দেশের জন্য সর্বস্ব সমর্পন করলেও নেতাজিকে ইতিহাসে যোগ্য স্থান দেয়নি কংগ্রেস। সম্প্রতি আন্দামান সফরে গিয়ে নেতাজির প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে তীব্রভাবে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আন্দামান সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, নেতাজির সঙ্গে সম্পূর্ণরূপে অবিচার করা হয়েছিল। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছিলেন, ইতিহাসে তাঁদের নাম চিরস্মরণীয় হয়ে থাকা উচিত ছিল। তিনি অভিযোগ করেছেন, দেশের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর যে অবদান ছিল, তার যোগ্য সম্মান তাঁকে কিন্তু দেওয়া হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, চলতি বছর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসব যেমন পালন করা হবে, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। নেতাজির দিকে নজর দিয়ে দেখা গেছে যে, নেতাজির প্রতি অবিচার করা হয়েছে। ইতিহাসে তাঁকে যোগ্য স্থান দেয়া হয়নি, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি কংগ্রেসের বিরুদ্ধে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানালেন যে, যারা নিজেদের জীবন দেশের কাজে উৎসর্গ করেছিলেন, ইতিহাসে তাঁদেরকে স্থান করে দিতে হবে। এজন্য আন্দামানের রস দ্বীপের নাম নেতাজির নামে করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এভাবে, নেতাজি ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে বড়োসড়ো বিস্ফোরণ ঘটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে, কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোন পাল্টা বক্তব্য রাখতে দেখা যায়নি। এ বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়? সেদিকেই দৃষ্টি রয়েছে দেশের রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!