এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নেতার কথামত না চললে ‘কুকুরের মত’ দল থেকে তাড়ানোর হুমকি! উত্তাল ঘাসফুল শিবিরের অন্দরমহল!

নেতার কথামত না চললে ‘কুকুরের মত’ দল থেকে তাড়ানোর হুমকি! উত্তাল ঘাসফুল শিবিরের অন্দরমহল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে শাসক দলের সঙ্গে বিরোধী দলের নেতাদের আক্রমণ প্রতি আক্রমণ লেগেই থাকে। মাঝেমধ্যেই রাজনৈতিক আক্রমণের মাঝে এসে পড়ে অশালীন আক্রমণ। যা ভাষা সন্ত্রাসের সৃষ্টি করে। কিন্তু দুঃখজনক হলেও একদল অপর দলের নেতার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করবেন এটা হয়ত বা তর্কের খাতিরে মেনে নেওয়া যায়। কিন্তু নিজের দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যেই অশ্লীল মন্তব্য করবেন সেই দলেরই নেতা, তা সত্যিই কল্পনা করা যায় না। কিন্তু এবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন রানীবাঁধ ব্লক তৃণমূলের সভাপতি চিত্তরঞ্জন মাহাতো।

সূত্রের খবর, এদিন চিত্তরঞ্জনবাবুর একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, দল না করলে কুকুরের মত দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর তৃনমূলের একজন ব্লক সভাপতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করায় রীতিমত শাসকদলের অন্দর মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। দলের কর্মীদের উদ্দেশ্যে যদি তিনি এইরুপ মন্তব্য করেন, তাহলে বিরোধী দলের সাথে তিনি কি ধরনের আচরণ করতে পারে, তা নিয়ে নানা মহলে তৈরি হচ্ছে প্রশ্ন।

একাংশ বলছেন, নেতার কাজ নিজের বক্তব্যের মধ্যে দিয়ে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করা। কিন্তু কোনো দলের কর্মীরা সেই দলের নেতার চাকর নয়। সেক্ষেত্রে দল না করলে “কুকুরের মত তাড়িয়ে দেওয়া হবে” বলে কোনো নেতাকর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করতে পারেন না। সেক্ষেত্রে তার মুখ থেকে যদি দলের কর্মীরা এই ধরনের মন্তব্য শুনতে থাকেন, তাহলে সেই কর্মীদের মনোবল ভেঙে যেতে বাধ্য। যখন তৃণমূল কংগ্রেস শৃংখলার ওপর জোর দিয়ে এগিয়ে যেতে চাইছে, তখন তৃণমূল নেতার এই মন্তব্য শাসকদলকে অস্বস্তিতে ফেলে দিল বলেই মত বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন? তাহলে কি দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “দল সমস্ত কিছুর নজর রাখছে। দল বিরোধী কাজ করলে দল কড়া ব্যাবস্থা নেবে।”

তবে যাকে নিয়ে এত বিতর্ক, সেই চিত্তরঞ্জন মাহাতো কি বলছেন? কেন কর্মীদের উদ্দেশ্যে এই মন্তব্য করলেন তিনি? এদিন এই প্রসঙ্গে চিত্তরঞ্জন মাহাতো বলেন, “দলের মধ্যে যারা গুন্ডামি, তোলাবাজি করবে, তাদেরকে সতর্ক থাকার জন্য বলেছি। তা না হলে জনগণ কুকুরের মত তাড়াবে বলেছে। কোনো অঞ্চল বা বুথ সভাপতিকে কুকুরের মত দল থেকে তাড়ানোর কথা বলিনি। আমি ব্লক সভাপতি হওয়ার জন্য কিছু নেতার গাত্রদাহ হচ্ছে। তারাই আমার বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। পুরোটাই অপপ্রচার। বিষয়টা দলের জেলা নেতৃত্বকে জানিয়েছে।” তবে তৃণমূলের ব্লক সভাপতির এই মন্তব্যকে কেন্দ্র করে এবার বিরোধীরা শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিতে ময়দানে নামতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!