এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নেত্রীর দাপুটে সফরেই চাঙ্গা তৃণমূল? বুথে-বুথে মানব প্রাচীর গড়ে বিজেপিকে আটকানোর পরিকল্পনা?

নেত্রীর দাপুটে সফরেই চাঙ্গা তৃণমূল? বুথে-বুথে মানব প্রাচীর গড়ে বিজেপিকে আটকানোর পরিকল্পনা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ হাতছাড়া হয় রাজ্যের শাসকদলের, আর সেখানে ঘাঁটি গাড়ে গেরুয়া শিবির। তাই একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ফিরে পাওয়ার দিকে ব্যাপক জোর দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। যথারীতি উত্তরবঙ্গের শাসকদলের তৎপরতা বেড়েছে ঠিকই, কিন্তু এতদিন পর্যন্ত তৃণমূল নেতাদের কিছুটা গাছাড়া ভাব নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলের অন্দরে, কিন্তু সদ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উৎসব উদ্বোধনে গিয়ে প্রায় যুদ্ধ জেতার আহ্বানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, তাতেই এবার উত্তরবঙ্গের তৃণমূল শিবির নড়েচড়ে বসেছে।

আর এবার শিলিগুড়িতে বিধানসভা ভোটের ময়দানে রীতিমতো ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে। দলীয় সূত্রের খবর, প্রতিটি বুথে পাঁচটি করে দেওয়াল দখলের টার্গেট নিয়েছে তৃণমূল। পাশাপাশি বুথে বুথে মানবপ্রাচীর তৈরীর পরিকল্পনা নিয়েছে ঘাসফুল শিবির। সে কারণেই বর্তমানে বুথে বুথে গিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূলের জেলার নেতারা। পাশাপাশি পিকের টিমও হাজির হয়ে গেছে সেখানে। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি সমতল রঞ্জন সরকার জানিয়েছেন, তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গ সফরে জ্বালাময়ী বক্তৃতা যথারীতি নিচু স্তরের কর্মীদের মনোবল অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি গেরুয়া শিবিরকে আটকাতে তাঁরা এবার রাজনৈতিক ময়দানে ঝাঁপিয়ে পড়ছে।

কিছুদিন আগেই শিলিগুড়িতে তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়। সেখানেও খুব একটা সাড়া পাওয়া যায়নি তৃণমূল নেতাদের। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসার পর যেভাবে গেরুয়া শিবিরকে একের পর এক আক্রমণ চালিয়ে গেছেন, পাশাপাশি একগুচ্ছ প্রকল্প উপহার দিয়েছেন উত্তরবঙ্গকে তা দেখে এবার বিধানসভা ভোটে লড়াইয়ের জন্য প্রস্তুত শিলিগুড়ির ঘাসফুল শিবির। দলীয় সূত্রে জানা যাচ্ছে, শিলিগুড়ি মহকুমায় বুথ সংখ্যা 800 টি। যার মধ্যে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে 245 এবং মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে 307 টি ও ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে 248 টি বুথ রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রচারে তৃণমূলের পক্ষ থেকে প্রতিটি বুথে পাঁচটি করে দেওয়াল দখলের নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। সেই অনুযায়ী বাড়ির মালিকদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া চলছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে শিলিগুড়ি টাউন এক নম্বর কমিটির সভাপতি সঞ্জয় পাঠক জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় হাজারের কাছাকাছি দেওয়ালে সাইট ফর তৃণমূল লেখা হয়ে গিয়েছে। পাশাপাশি তৃণমূলের জেলা নেতারা বিভিন্ন বুথে গিয়ে  দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন নিয়মিত। বৃহস্পতিবারেই শিলিগুড়ির 3 ও 32 নম্বর ওয়ার্ডে তিনটি বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। জেলা নেতাদের পাশাপাশি এই বৈঠকে পিকের সদস্যরাও ছিলেন বলে জানা গেছে।

কিভাবে গেরুয়া শিবিরকে বিধানসভা নির্বাচনে ঠেকানো যেতে পারে তা নিয়ে চলছে বিস্তারিত আলোচনা। লোকসভা ভোটের বদলা নিতে বিধানসভা নির্বাচন নিয়ে জোরদার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল শিবির। সেক্ষেত্রে বুথে বুথে মানব প্রাচীর তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচার চালানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাজনৈতিক মহলের অনেকেই অবশ্য বলছেন বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলবদলের ধাক্কায় বেশ কিছুটা বেসামাল হয়ে পড়েছে তৃণমূল।

কিন্তু তৃণমূল নেত্রী ভোকাল টনিক দিয়ে যেভাবে চাঙ্গা করছেন দলীয় কর্মীদের তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। আর এবার উত্তরবঙ্গ থেকে বিজেপিকে সরাতে যেভাবে তৃণমূল কংগ্রেস উঠেপড়ে লেগেছে, তাতে কিন্তু গেরুয়া শিবিরের চিন্তা বাড়ছে বৈ কমছে না। সেক্ষেত্রে উত্তরবঙ্গ ধরে রাখা গেরুয়া শিবিরের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত দেখার, বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ তৃণমূল শিবির দখল করতে পারে কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!