এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি নির্দেশে অবশেষে শুরু মাসিক স্থায়ী ভাতা-প্রদান, পুজোর মুখে হাসি ফুটেছে ১০ হাজার কর্মীর

সরকারি নির্দেশে অবশেষে শুরু মাসিক স্থায়ী ভাতা-প্রদান, পুজোর মুখে হাসি ফুটেছে ১০ হাজার কর্মীর


উৎসবের মরশুমেই খুশির খবর রাজ্যের ১০ হাজার কর্মীদের জন্য। গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গৃহপালিত পশুদের টিকাকরণ, কৃত্রিম প্রজনন প্রভৃতি প্রক্রিয়ার জন্য তিন ধরনের অস্থায়ী কর্মী নিযুক্ত রয়েছেন। এইসব প্রানীবন্ধু, প্রানীমিত্র এবং প্রাণীসেবকদের মাসে দেড় হাজার টাকা করে নির্দিষ্ট ভাতা দেওয়ার নির্দেশিকা কয়েক মাস আগেই জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। এবার এঁদের মাসিক ভাতা প্রদান শুরুও হয়ে গিয়েছে।

সূত্রের খবর, পুজোর আগেই এই তিন শ্রেনীর প্রায় ১০ হাজার কর্মীদের অ্যাকাউন্টে আগস্ট মাস পর্যন্ত ভাতা জমাও করে দেওয়া হয়েছে। এতদিন এই অস্থায়ী কর্মীরা তাঁদের কাজের জন্য ইনসেনটিভ পেতেন। এবার প্রতিমাসে নির্দিষ্ট হারে এই ভাতা প্রদান শুরু হল। এই ভাতার টাকা প্রদান যাতে ধারাবাহিক থাকে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করলেন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর কমিটির সদস্য মনোজ চক্রবর্তী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একইসঙ্গে, নির্দিষ্ট হারে ভাতা প্রদান চালু করার জন্য নেত্রীকে ধন্যবাদ জানাতেও ভুললেন না তিনি। উল্লেখ্য, বর্তমানে গ্রামীন অর্থনীতি চাঙ্গা করতে গৃহপালিত পশু পালনের উপর বেশি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার এবং এই উন্নয়ণ প্রকল্পের হাত ধরে গ্রামীন মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে আরো বেশি করে মানুষকে ঘরে ঘরে গরু, ছাগল, মুরগি, হাঁস প্রভৃতি প্রতিপালনে সরকার থেকে আর্থিক সাহা্য্য করা হচ্ছে। প্রানীজ দ্রব্য – যেমন দুধ বা ডিম আরো বেশি মাত্রায় উৎপাদনের উপরও জোর দিচ্ছে বর্তমান রাজ্য সরকার।

আর রাজ্যসরকারের এই উদ্যোগকে সফল করার গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে প্রাণীবন্ধু, প্রাণীমিত্র বা প্রাণীসেবকরা। টিকা দেওয়া বা কৃত্রিম প্রজননের পাশাপাশি প্রাণী প্রতিপালনেও সঠিক পরামর্শ দিয়ে থাকেন এই সব অস্থায়ী কর্মীরা। এবার এই সব কর্মীরা যাতে আরো কাজে উৎসাহ পান তার জন্য রাজ্য সরকার নির্দিষ্ট হারে মাসিক ভাতা প্রদান শুরু করেছে। ফলে সবমিলিয়ে উৎসবের মরশুমে – রাজ্যের ১০ হাজার কর্মীর জন্য নতুন করে খুশির খবর আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি ওই কর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!