এখন পড়ছেন
হোম > জাতীয় > অপরাধী সনাক্তকরণে এবার বিল এনে নতুন অস্ত্র নিরাপত্তা সংস্থার হাতে তুলে দিল কেন্দ্র সরকার

অপরাধী সনাক্তকরণে এবার বিল এনে নতুন অস্ত্র নিরাপত্তা সংস্থার হাতে তুলে দিল কেন্দ্র সরকার

লোকসভা ভোটের আগে আরো এক নতুন চমক বিজেপি সরকারের। অপরাধী সনাক্তকরণে এবার ডিএনএ প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিল পাশ হয়ে গেল লোকসভায়। এই বিল আইনে পরিনত হলে ফৌজদারি অপরাধ প্রমাণের জন্যে ডিএনএ প্রযুক্তির ব্যবহার করার সুবিধা পাবে নিরাপত্তা সংস্থাগুলি।

পাশাপাশি,বংশপরিচয় নিয়ে বিরোধ,অভিবাসন,শরণার্থী এবং অঙ্গ-প্রত্যঙ্গ সংস্থাপনের মতো সিভিল বিষয়েও ডিএনএ প্রযুক্তির ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে পিটিআই সূত্রে। গতকাল অধিকাংশ রাজনৈতিক দলের সমর্থন নিয়েই পাশ হয়েছে ডিএনএ টেকনোলজি (ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন) রেগুলেশন বিলটি।

তবে এই বিল পাশ করাকে কেন্দ্র করে এর বিরুদ্ধে সওয়াল তুলে বিতর্কে অংশগ্রহন করেছেন অনেকে। ডিএনএ প্রযুক্তির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান,এক্ষেত্রে যে কোনো বিষয়ে যেকোনো স্তরে এই প্রযুক্তির অপব্যবহারের পূর্ণ সম্ভাবনা রয়েছে। রক্তের নমুনা সংগ্রহকারী ল্যাবরেটরিতেও এর অপব্যবহার হতে পারে বলে জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি এটাও বলেন,দেশের নাগরিকদের এক শতাংশেরও ভগ্নাংশের ক্ষেত্রে এই ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। অন্যদিকে,এই বিলের স্বপক্ষে সওয়াল তুলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,এই বিল আইনে পরিনত হলে দেশের আপামর সাধারণ মানুষ উপকৃত হবে। ফৌজদারি এবং সিভিল বিচার ব্যবস্থাকে নতুন পথের দিশা দেবে এই বিল। তবে ডিএনএ সংগ্রগকারী সংস্থার ক্ষমতার অপব্যবহার করলে তাদের যথাযোগ্য শাস্তির দাবী করেন তিনি।

এদিন বিতর্কে অংশ নিয়ে,আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন এই বিলের মাধ্যমে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই বিলটিকে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানোর আর্জিও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত,সংশ্লিষ্ট বিলে জাতীয় ডিএনএ ডেটা ব্যাঙ্ক এবং আঞ্চলিক ডিএনএ ডেটা ব্যাঙ্ক তৈরির সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক ডেটা ব্যাঙ্কে পৃথকভাবে অপরাধের সূচক তৈরি রাখা হবে বলেও জানা গিয়েছে। নজরে আসার মতো বিষয় হল,ফৌজদারি তদন্ত এবং নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ডিএনএ প্রোফাইল করার সময় ব্যক্তির সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে। তবে সিভিল তদন্তের সময় মামলার নিষ্পত্তির জন্যে ডিএনএ প্রযুক্তির ব্যবহার নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!