এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > স্রোতের বিরুদ্ধে মুর্শিদাবাদে পদ্ম ফোটাতে অধীরের বিরুদ্ধেও লড়তে প্রস্তুত মমতার প্রাক্তন মন্ত্রী

স্রোতের বিরুদ্ধে মুর্শিদাবাদে পদ্ম ফোটাতে অধীরের বিরুদ্ধেও লড়তে প্রস্তুত মমতার প্রাক্তন মন্ত্রী


পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যের ভোটের মেরুকরণ কার্যত স্পষ্ট। একদিকে যখন ভোট হারাতে হারাতে কংগ্রেস প্রায় শেষের মুখে, অন্যদিকে বামশক্তিরও রক্তক্ষরণ অব্যাহত। অন্যদিকে প্রবল গতিতে ভোটব্যাঙ্ক বাড়িয়ে যাচ্ছে দুই ফুলের শিবির। সাত বছর ক্ষমতায় থেকেও ঘাসফুল শিবিরের ভোটব্যাঙ্কে অগ্রগমন, পাশাপাশি বিরোধীদের ভরসার জায়গায় ক্রমশ নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলছে পদ্মফুল শিবির। আর তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা আশা করেছিলেন পঞ্চায়েতের পর বাম ও কংগ্রেসে আরো বেশি ভাঙন ধরবে এবং হয় তৃণমূল নাহলে বিজেপিতে যোগদানের প্রবণতা বাড়বে। আর বাস্তবেও হচ্ছে তাই, নীচুতলায় তো বটেই রাজ্যের কংগ্রেস বিধায়করা সবাই একে একে পারি দিচ্ছেন ঘাসফুলের উন্নয়নের নৌকোয়। আর তার সঙ্গে সঙ্গে সাংসদ-বিধায়করা না হলেও কর্মী-সমর্থকেরা পারি জমাচ্ছেন গেরুয়া শিবিরে।

এইসবের মাঝেই প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী তথা মুর্শিদাবাদের রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা হুমায়ুন কবীর কংগ্রেসের উপর একরাশ ক্ষোভ জানিয়ে পা বাড়িয়ে আছেন বিজেপিতে যাবেন বলে। প্রথমে শোনা গিয়েছিল – ঈদের পরেই তিনি অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দেবেন। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরেই এই মাসের শেষের দিকে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। আর তাঁর এই যোগদানের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলের গুঞ্জন তাঁকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে টিকিট দিতে পারে। তিনি নিজেও লোকসভার কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন, এমনকি দরকারে বহরমপুর কেন্দ্র থেকে নিজের রাজনৈতিক গুরু অধীর চৌধুরীর বিরুদ্ধেও লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন। আর সেই লড়াই যে জেতার জন্যই তিনি লড়বেন তাও জানাতে ভুললেন না – কেননা গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বা তৃণমূল কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, নির্দল প্রার্থী হিসাবে একক লড়াইয়ে খুবই অল্প ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে হারেন, সুতরাং তাঁর জনভিত্তি এখনো অটুট বলেই দাবি, আর তার মাধ্যমেই আগামী লোকসভায় মুর্শিদাবাদে পদ্ম ফোটানোর স্বপ্ন দেখছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!