এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘গাড়ির-গোত্তায়’ সাধের সিঙ্গুরে পঞ্চায়েতের আগে তীব্র অস্বস্তিতে শাসকদল

‘গাড়ির-গোত্তায়’ সাধের সিঙ্গুরে পঞ্চায়েতের আগে তীব্র অস্বস্তিতে শাসকদল


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরে যত দিন যাচ্ছে অস্বস্তি তীব্রতর হচ্ছে তাদের কাছে। প্রথমেই দল অস্বস্তিতে ছিল স্থানীয় দুই বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও বেচারাম মান্নার গোষ্ঠীদ্বন্দ্বে, অনেক চেষ্টা করেও – শীর্ষ নেতৃত্ত্বের অনেক মেহনতেও তা মেটানো যায়নি। তার উপরে সিঙ্গুরের ‘শহীদ’ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক দলীয় টিকিট না পেয়ে দাঁড়িয়ে গেছেন নির্দল হয়ে, তার থেকেও বড় কথা তাঁর বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস তাপসী মালিকের খুনির পরিবারের সদস্যকে টিকিট দেওয়াতেই প্রতিবাদ জানাতে তাঁর নির্বাচনে লড়তে চাওয়া। আর যে সিঙ্গুর উত্তাল হয়ে উঠেছিল টাটাদের ন্যানো কারখানার বিরোধিতায় এবার সেই সিঙ্গুরের মনোরঞ্জনবাবু লড়তে চলেছেন সেই গাড়ি প্রতীকেই, ফলে তীব্র অস্বস্তিতে শাসকদল।

সিঙ্গুরের ন্যানো কারখানার জমি অধিগ্রহণ করে স্থানীয় অধিবাসীদের সঙ্গে তৎকালীন বাম সরকারের মতবিরোধ চূড়ান্ত হয়ে ওঠে। জমি আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তৎকালীন বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আন্দোলন চলাকালীন কারখানার অধিগৃহীত জমিতেই মেলে কিশোরী তাপসী মাইলকের অর্ধদগ্ধ মৃতদেহ। তৃণমূল কংগ্রেস দাবি করে, ধর্ষণ করে খুন করা হয়েছে তাপসী মালিককে, আর সেই দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। মনোরঞ্জনবাবুর করা মামলা আজও চলছে, এই পরিস্থিতিতে তাঁর দাবি, আমার মেয়েকে খুনে অভিযুক্ত সিপিএমের দেবু মালিকের এক নিকটাত্মীয়কে এখানকার একটি পঞ্চায়েতে প্রার্থী করেছে দল। এর প্রতিবাদেই লড়া, মনে হয় বিধায়ককে (রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য) পাশে পাব। আর হঠাৎ ‘গাড়ি’ প্রতীকে লড়তে যাওয়া কেন? মনোরঞ্জনবাবুর জবাব, আমি তো আর যেচে নিইনি, নির্বাচন কমিশন দিয়েছে। তবে বিধায়ক রবীন্দ্রনাথবাবু বলেছেন, মনোরঞ্জনবাবু কী বলেছেন, জানা নেই। উনি নির্দল, ওঁর হয়ে প্রচারে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে যাঁর বিরুদ্ধে মূলত ‘অভিমানে’ মনোরঞ্জনবাবু ‘নির্দল প্রার্থী’ হলেন সেই বেচারাম মান্না বলছেন, ভিত্তিহীন কথা, ওই প্রার্থী দেবু মালিকের আত্মীয় নন। কোন নির্দল কোন প্রতীকে কোথায় দাঁড়াচ্ছেন, সে সব এখন দেখার সময় কোথায়? এখানে গাড়ি কারখানা কল্কে পায়নি, ভোটে ‘গাড়ি’ প্রতীকও কল্কে পাবে না। তবে ভোটের ফল যাই হোক, সিঙ্গুরে ‘গাড়ি’ প্রতীকে দাঁড়িয়ে ‘পুরানো সেই দিনের কথা’ নতুন করে ফিরিয়ে এনে শাসকের অস্বস্তি বাড়িয়ে তুললেন ‘শহীদ’ তাপসী মালিকের বাবা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!