৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, একজনের সরকারি চাকরি, নতুন জনস্বার্থ মামলার জটে পঞ্চায়েত রাজ্য May 4, 2018 নয়া মামলার গেরোয় ফাঁসল রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যত। এদিন কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন বিষয়ে বেশ কয়েকটি নতুন মামলা দায়ের হলো। এদিন হাইকোর্টে আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস মোট ৩টি দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। শুক্রবার এই মামলা গুলির শুনানি হবে। আদালতে আইনজীবি অনিন্দ্যসুন্দর দাস অভিযোগ করে বললেন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই রাজ্যজুড়ে হিংসা ছড়িয়েছে। এই অশান্ত পরিবেশে কোনওভাবেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এমনকী কেন্দ্রীয় বাহিনী বহালের ও প্রয়োজনীয়তা রইয়েছে বলে তিনি ,মনে করেন। একইসাথে নির্বাচন প্রক্তিয়া সহ বুথের নিরাপত্তার বিষয়ে অতিরিক্ত সতর্কতা গ্রহণের উদ্দেশ্যে সিসিটিভির নজরদারিতে ভোটের দাবি জানিয়েছেন তিনি। সুষ্ঠ এবং অবাধে ভোট পরিচালনা করতে তাঁর আর্জি প্রতিটি বুথে সিসিটিভি রাখার ব্যবস্থা করা হোক। আইনজীবি এদিন আরোও জানালেন নির্বাচনী সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হোক। আদালতের কাছে তাঁর দাবি, মনোনয়ন পর্বে যাঁদের প্রাণহানি ঘটেছে, তাঁদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক। সেইসঙ্গে নিহতদের পরিবারের একজনকে দেওয়া হোক সরকারি চাকরি। আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/ আপনার মতামত জানান -