এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ঝাড়খণ্ডের বহিরাগত ও মাওবাদীদের দিয়ে বীরভূমে অশান্তি করাচ্ছে বিরোধীরা, দাবি তৃণমূলের

ঝাড়খণ্ডের বহিরাগত ও মাওবাদীদের দিয়ে বীরভূমে অশান্তি করাচ্ছে বিরোধীরা, দাবি তৃণমূলের

নলহাটিতে বামেদের হাতে তৃণমূল কর্মীরা আক্রান্ত এই মর্মে অভিযোগ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করে জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক পি মোহন গান্ধীর কাছে শুক্রবার স্মরকলিপি জমা দিল বীরভূম জেলা তৃণমূল। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে বৃহস্পতিবার নলহাটি ব্লকে যাঁদের মনোনয়ন জমা পড়েছে সেগুলি বাতিল করার জন্যে। উল্লেখ্য বৃহস্পতিবারই নলহাটিতে মিছিল করে মনোনয়নপত্র পেশ করতে যাওয়ার সময় ইঁটের আঘাতে প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোমের মাথা ফেটে যায়। এছাড়াও দুপক্ষের হানাহানির ফলে বোমার আঘাতে আহত এক সিপিএম কর্মীকে গুরুতর আহত অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জেলাশাসককে জমা দেওয়া স্মারকলিপিতে জেলা তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব অভিযোগ করে রামচন্দ্র ডোম-সহ বাকি নেতারা সেখানে সশস্ত্র হামলার পরিকল্পনা করেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই মতোই তীর-ধনুক নিয়ে এসেছিলেন সিপিএম-এর কর্মী সমর্থকরা। এমনকী ঐ মিছিলে ঝাড়খণ্ড-বিহার থেকে যে বহিরাগতরা এসেছিলো তারা মাওবাদী ছিল বলে অভিযোগ তৃণমূল কর্মীদের। এখানেই শেষ নয় তৃণমূলের পক্ষ থেকে আরোও বলা হয় সিউড়ির বাসিন্দা রামচন্দ্র ডোম, মুরারইয়ের বাসিন্দা দীপক চট্টোপাধ্যায় এবং বোলপুরের বাসিন্দা গৌতম ঘোষ প্রমুখের নেতৃত্বে একটি সশস্ত্র মিছিল নলহাটি বিডিও অফিসের সামনে উপস্থিত হয়। ঐদিন দুপুর দেড়টা থেকে সন্ধে ছটা পর্যন্ত নলহাটি বিডিও অফিস চত্বর সিপিএম-এর দুষ্কৃতীদের দখলে ছিল বলেও অভিযোগ। সিপিএম দলীয় কর্মীরা একে অন্যের হয়ে মনোনয়নপত্র পেশ করেছে বলেও অভিযোগ শাসকদলের। যদিও সিপিএম নেতা রামচন্দ্র ডোম তৃণমূলের দাবি করা সমস্ত অভিযোগই মানতে নারাজ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!