এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্য স্বাস্থ্যকর্তার বদলি নিয়ে উত্তাল! আন্দোলনের জেরে ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্য পরিষেবা?

মুখ্য স্বাস্থ্যকর্তার বদলি নিয়ে উত্তাল! আন্দোলনের জেরে ভেঙে পড়েছে জেলার স্বাস্থ্য পরিষেবা?


করোনা পরিস্থিতির মধ্যে এবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলি বাতিলের দাবিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল রাজ্যে। জানা গেছে, সম্প্রতি কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুমিত কুমার গাঙ্গুলিকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপরেই জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ করতে শুরু করেছেন ডাক্তার, নার্স সহ বেশ কিছু স্বাস্থ্য কর্মী।

আর একদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলি, আর অন্যদিকে জেলাশাসকের দপ্তরে সামনে ডাক্তার-নার্সদের এই বিক্ষোভ – এখন কোচবিহার জেলা স্বাস্থ্য পরিষেবাকে অনেকটাই বিপন্ন করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন সাগরদিঘী পাড়ে জেলাশাসকের দপ্তরের সামনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এসে আন্দোলনে যোগ দেন।

তাদের একটাই দাবি, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বদলি করা চলবে না। এদিকে ভয়াবহ করোনা পরিস্থিতির সময় এভাবে জেলাশাসকের দপ্তরে সামনে বিক্ষোভ রীতিমতো চাপে ফেলে দিয়েছে প্রশাসনকে। পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে দেখা যায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু বলেন, “মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বদলি রাজ্য সরকার করেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত সকলকে মেনে নেওয়ার পরামর্শ দিয়েছি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলির অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যই তাকে উত্তরকন্যায় নিয়ে যাওয়া হয়েছে।” তবে মন্ত্রী একথা বললেও, আন্দোলনকারীরা এই বক্তব্য মানতে নারাজ।

তাদের পাল্টা দাবি, রাজ্যের মধ্যে কোচবিহারই এমন একটা জেলা, যেখানে অনেক বেশি পরিমাণে টেস্ট হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সেই টেস্টের রিপোর্ট পেতে 10 থেকে 12 দিন সময় লেগে যাচ্ছিল। আর যার কারণেই কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ময়দানে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করল স্বাস্থ্যকর্মীরা।

আর মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তার পদে ফেরানোর জন্য স্বাস্থ্যকর্মীদের এই বিক্ষোভ কোচবিহার জেলা প্রশাসন এবং কোচবিহার জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে অনেকটাই চাপের মধ্যে ফেলে দিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন গোটা পরিস্থিতি কোনদিকে এগোয়, স্বাস্থ্যকর্মীদের এই ক্ষোভ কতটা প্রশমিত হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

*ছবিটি প্রতীকী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!