এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা হাইকোর্টের নির্দেশে বড়সড় বিড়ম্বনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ – জানুন বিস্তারিত

কলকাতা হাইকোর্টের নির্দেশে বড়সড় বিড়ম্বনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ – জানুন বিস্তারিত


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আক্রমণের নিশানায় এখন সবার উপরে যে দুটি নাম তা হল মুকুল রায় ও দিলীপ ঘোষ। এমনকি, দিলীপবাবুকে নিয়ে ক্ষোভ দলেরই একাংশের মধ্যে। কেননা, বিভিন্ন জনসভায় গিয়ে দিলীপবাবু যেসব আক্রমণাত্মক কথা বলেন তা নাকি বিজেপির ভাবমূর্তি নষ্ট করছে বলে দলের ওই অংশের অভিযোগ।

এরই মধ্যে দলের প্রাক্তনী তথা অধুনা শিবসেনা নেতা অশোক সরকারের করা জনস্বার্থ মামলায় এবার বড়সড় বিড়ম্বনায় পরে গেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ – ওই মামলার পরিপ্রেক্ষিতে দিলীপবাবুকে বিশেষ এক নির্দেশ দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আদালতের নির্দেশ অনুসারে, আগামী ১৪ দিনের মধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রিপোর্ট পেশ করতে হবে। প্রসঙ্গত, প্রাক্তন বিজেপি নেতা অশোকবাবুর সুনির্দিষ্ট অভিযোগ ছিল, নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য দিলীপ ঘোষ দিয়েছেন, তা সঠিক নয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রামাণ্য রিপোর্ট তলব করল কলকাতা উচ্চ আদালত বলে জানা গেছে।

সূত্রের খবর, শুধু দিলীপবাবুর কাছেই নয় – এই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও একটি রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। নির্বাচনে কমিশনে যে তথ্য জমা পড়েছে, সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা খড়গপুর সদরের বিধায়ক কী বর্ণনা দিয়েছেন, তা জানতে চাওয়া হয়েছে। সব মিলিয়ে আদালতের নির্দেশে তীব্র বিড়াম্বনার মুখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!