এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে বাংলার বুকে নতুন আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস! শিশুদের সাথে এবার হানা বড়দের শরীরেও

করোনা আবহে বাংলার বুকে নতুন আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস! শিশুদের সাথে এবার হানা বড়দের শরীরেও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন ছিলো করোনা আতঙ্ক, এখন তার সঙ্গে যোগ হলো স্ক্রাব টাইফাস এর ভয়। কি ভাবছেন এটা তো ছোটদের অসুখ? তাহলে জেনে নিন এই অসুখে আক্রান্ত হচ্ছেন এখন বড়রাও।

ইঁদুর,গবাদি পশু, কুকুর, বিড়াল এদের শরীরে সাধারণত থাকে ট্রমবিকুইল মাইট নামের এই অসুখের মূল। তবে এদের শরীরে বিশেষ সমস্যা না হলেও মানুষ এতে সহজেই আক্রান্ত হয়ে পড়ে। রোগ ছড়ায় এই পোকার কামড়ানোর মাধ্যমে। গায়ে কামড়ের জায়গায় ফোসকার মত দাগ দেখা যায়। উপসর্গ হিসেবে প্রথমে জ্বর এলেও পরে এর ঠিক মত চিকিৎসা না হলে বা রোগ নির্ণয় না করতে পারলে রোগীর মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মতে একটি ওষুধেই নিরাময় হতে পারে এই রোগ। তবে রোগ নির্ধারণের সময়ের ওপর নির্ভর করছে রোগীর সেরে ওঠার বিষয়টি। শরীরের এমন অংশে এটি কামরায় যে মাঝে মাঝে সেটি বোঝা যায় না। প্রথমে জ্বর এলেও অ্যান্টিবায়োটিক এ কাজ হয়না, ফলে রুগীর অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন ডক্সিসাইক্সোলিন নামক ওষুধেও কাজ হয় না।

আরো একজন জনৈক ডক্টরের মতে সম্প্রতি ২০০ জন এই রোগ আক্রান্ত হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন এতে ভয় পাওয়ার কিছু নেই, রোগীকে ঠিক মত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করালে এর প্রতিকার সম্ভব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!