এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার কঠিন সময়ে শিক্ষার আলোকে পথ দেখাতে নতুন শিক্ষাবর্ষ ঘোষণা কেন্দ্রের! জেনে নিন বিস্তারিত

করোনার কঠিন সময়ে শিক্ষার আলোকে পথ দেখাতে নতুন শিক্ষাবর্ষ ঘোষণা কেন্দ্রের! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে এমনিতেই দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে রয়েছে। কিভাবে পঠনপাঠন চলবে, তা নিয়ে সংশয়ে রয়েছে অভিবাবকরা। আর এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করা হয়েছে।

তবে করোনা ভাইরাসের মধ্যে কিভাবে এই নতুন শিক্ষাবর্ষ মেনে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব হবে, তা নিয়ে দিশাহীন অবস্থায় রয়েছে প্রতিটি রাজ্য। যেভাবে ভাইরাস হু হু করে বাড়তে শুরু করেছে, তাতে কবে স্কুল কলেজ খুলবে, তা নিয়ে কেউ সঠিক দিশা দেখাতে পারছেন না। আর এই পরিস্থিতিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন বিকল্প শিক্ষাবর্ষ সূচি প্রকাশ করা হল।

সূত্রের খবর, সোমবার এই নতুন শিক্ষাবর্ষের সূচি প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল। প্রসঙ্গত উল্লেখ্য, গত 10 জুলাই প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যেখানে আগামী 8 সপ্তাহের জন্য বিষয়ভিত্তিক নির্দেশাবলী কেন্দ্রের তরফে দেওয়া হয়। শুধু তাই নয়, কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শিক্ষকরা শিক্ষাদান প্রক্রিয়া চালাতে পারেন, সেই ব্যাপারেও একাধিক পরামর্শ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিন নতুন ভাবে সেই শিক্ষাসূচি নিয়ে একটি টুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। জানা গেছে, ভয়াবহ করোনা ভাইরাসের সময়কালে যেখানে কার্যত শিক্ষাব্যবস্থা স্তব্ধ হয়ে রয়েছে, সেখানে কিভাবে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন পরিচালনা করতে সাহায্য করবেন, তার ব্যাপারেই জোর দেওয়া হয়েছে এই নতুন শিক্ষাবর্ষ সূচিতে। অনেকে বলছেন, অভিভাবক- অভিভাবিকারা চাইছেন যে, নতুন করে শিক্ষাবর্ষ শুরু হোক। আবার স্বাভাবিক হোক পরিস্থিতি। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় খোলার ব্যাপারে সকলের কাছে জানতে চাওয়া হলেও, প্রত্যেকেই আপত্তি জানাচ্ছেন।

কারণ কেউই চান না, শৈশব নষ্ট হয়ে যাক। তাই দেরি করে হলেও এখন যে বাড়িতেই সকলকে তাদের শিশুদের রাখতে চান, তা কার্যত স্পষ্ট। তবে শিক্ষার্থীরা বাড়িতে থেকেই কিভাবে তাদের পঠন-পাঠন বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এই নয়া কর্মসূচি কিছুটা হলেও আশার আলো তৈরি করছে অভিভাবকদের মধ্যে। তবে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কিভাবে পরিচালনা হয় নয়া শিক্ষাপদ্ধতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!