এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা অবহেও অন্তর্দ্বন্দ্ব চরমে! নির্বাচনের সমীকরণে অস্বস্তিতে মুখ্যমন্ত্রী? এগিয়ে বিজেপি?

করোনা অবহেও অন্তর্দ্বন্দ্ব চরমে! নির্বাচনের সমীকরণে অস্বস্তিতে মুখ্যমন্ত্রী? এগিয়ে বিজেপি?


করোনা আবহের মধ্যেই নতুন করে অস্বস্তি বাড়ল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের। এমনিতেই বিধানসভা নির্বাচনের পর থেকেই সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। বিজেপি-শিবসেনা জোট করে নির্বাচনে গেলেও, নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর কুর্শির দাবিতে অনড় থাকে শিবসেনা। ফলে ভেঙে যায় গেরুয়া জোট। এই অবস্থায় এনসিপিকে সঙ্গে নিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চালায় বিজেপি – দেবেন্দ্র ফড়নবীশ শপথ নিলেও, শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পদত্যাগ করতে বাধ্য হন।

এই অবস্থায়, সব সমীকরণকে উল্টে দিয়ে, হাত মেলায় শিবসেনা-এনসিপি-কংগ্রেস। মহারাষ্ট্রে জোট সরকারের মুখ্যমন্ত্রী হন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। কিন্তু, তিনি নির্বাচিত বিধায়ক নন – ফলে ৬ মাসের মধ্যে তাঁকে বিধায়ক হিসাবে জিতে আসতে হত। এই অবস্থায় ঠিক হয়, বিধান পরিষদ থেকে জিতিয়ে আনা হবে। কিন্তু, করোনা আবহে ও আইনি জটিলতায় আটকে যায় সেই নির্বাচন।

পরবর্তীকালে, কেন্দ্রের কাছে অনুরোধ করে সেই নির্বাচনী জট খোলেন উদ্ধব ঠাকরে। কিন্তু, সেই বিধান পরিষদের নির্বাচন ঘিরে এবার অন্তর্দ্বন্দ্ব চরমে উঠল সরকারের শরিক ৩ দল শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের মধ্যে। যা রীতিমত সমস্যায় ফেলে দিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। আর তা দেখে ক্রমশই হাসি চওড়া হচ্ছে গেরুয়া শিবিরের। প্রসঙ্গত বিধান পরিষদের মোট ৯ টি শূন্য আসনে নির্বাচন হওয়ার কথা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণে পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্ধব ঠাকরে চেয়েছিলেন নির্বাচন এড়াতে। ফলে বিধানসভায়, যে দলের যেরকম শক্তি, সেই অনুযায়ী প্রার্থী দিতে তিনি অনুরোধ করেন সমস্ত রাজনৈতিক দলকে। আর সেই অনুযায়ী ঠিক হয় – বিরোধী বিজেপি ৪ টি আসনে, শিবসেনা ও এনসিপি ২ টি করে আসনে ও কংগ্রেস একটি আসনে প্রার্থী দেবে। কিন্তু এই প্রস্তাব শুনে বেঁকে বসে কংগ্রেস – তারাও ২ টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে। ফলে ৯ টি আসনের জন্য ১০ টি মনোনয়ন জমা পরে।

আর তারফলে মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচন আসন্ন। বর্তমান সমীকরণ অনুযায়ী এক-একটি আসন জিততে দরকার ২৯ টি করে ভোট। বিজেপির বিধায়ক সংখ্যা ১০৫ – ফলে ৩ আসনে জয় নিশ্চিত। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ১ টি করে আসনে জয় নিশ্চিত। সকলেরই দ্বিতীয় আসন জয়ের জন্য কিছু ভোট কম হচ্ছে – ফলে সকলকেই তাকিয়ে থাকতে হবে নির্দল প্রার্থীদের দিকে। এদিকে নির্দল প্রার্থীদের সমর্থন জোগাড়ে সবসময় এগিয়ে থাকে বিজেপি।

করোনা আবহে – রাজ্যের জোট সরকারের শরিকদের এই দ্বন্দ্ব এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিজেপি নেতারা। একই সঙ্গে আত্মবিশ্বাসী – এবারের নির্দলদের সমর্থন নিয়ে চতুর্থ আসনে তারাই জয়ী হবে। ফলে, সেই ক্ষেত্রে কপাল পুড়তে পারে – শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের যে কোন এক প্রার্থীর। পরবর্তী কালে যা কিন্তু চিন্তা বাড়াতে পারে শাসক জোটের – শুরু হতে পারে মনোমালিন্য। ফলে সবমিলিয়ে করোনা অবহেও মহারাষ্ট্রে অন্তর্দ্বন্দ্ব চরমে! নির্বাচনের সমীকরণ নিয়ে তীব্র অস্বস্তিতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে – যা স্বাভাবিকভাবেই হাসি চওড়া করছে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!