এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > PB Analysis – বিজেপির নতুন রাজ্য কমিটিতে নতুন মুখ হিসাবে দায়িত্ব পেলেন কারা? প্রমোশন কার?

PB Analysis – বিজেপির নতুন রাজ্য কমিটিতে নতুন মুখ হিসাবে দায়িত্ব পেলেন কারা? প্রমোশন কার?


দ্বিতীয়বারের জন্য রাজ্য সভাপতি পদের দায়িত্ব অবশেষে আজ রাজ্য কমিটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ যে কমিটি ঘোষণা করলেন, তাতে দেখা যাচ্ছে পুরোনো কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে ১৮ জন হেভিওয়েট নেতাকে। আর কার্যত ডিমোশন হয়েছে একজন মাত্র নেতার। অন্যদিকে, রাজ্য কমিটিতে ঠাঁই পেয়েছেন ১৯ জন নতুন মুখ। আর প্রমোশন হয়েছে ২ জনের। একনজরে দেখে নেওয়া যাক, বিজেপির রাজ্য কমিটিতে এলেন কোন ১৯ জন নতুন নেতা-নেত্রী –

১. জ্যোতির্ময় সিং মাহাতো (সাধারণ সম্পাদক)
২. দেবাশীষ মিত্র (সহ সভাপতি)
৩. অনিন্দ্য ব্যানার্জী (সহ সভাপতি)
৪. দীপেন প্রামানিক (সহ সভাপতি)
৫. অর্জুন সিং (সহ সভাপতি)
৬. ভারতী ঘোষ (সহ সভাপতি)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৭. মাফুজা খাতুন (সহ সভাপতি)
৮. তুষার মুখার্জী (সম্পাদক)
৯. অরুন হালদার (সম্পাদক)
১০. সব্যসাচী দত্ত (সম্পাদক)
১১. বিবেক শোনকর (সম্পাদক)
১২. ফাল্গুনী পাত্র (সম্পাদক)

১৩. সংঘমিত্রা চৌধুরী (সম্পাদক)
১৪. অগ্নিমিত্রা পাল (মহিলা মোর্চা)
১৫. সৌমিত্র খান (যুব মোর্চা)
১৬. দুলাল বর (এসসি মোর্চা)
১৭. খগেন মুর্মু (এসটি মোর্চা)
১৮. নির্মল কর্মকার (ওবিসি মোর্চা)
১৯. মহাদেব সরকার (কিষান মোর্চা)

এছাড়াও বিজেপির সাংগঠনিক স্তর অনুযায়ী, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদ থেকে বেশি গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হয়েছে দুজন নেতা-নেত্রীকে। রিতেশ তিওয়ারিকে সম্পাদক থেকে সহ সভাপতি করা হয়েছে। অন্যদিকে, লকেট চ্যাটার্জীকে মহিলা মোর্চার দায়িত্ব থেকে সরিয়ে সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে। ফলে, নতুন দায়িত্ব যাঁদের দেওয়া হল বা যাঁদের গুরুত্ব বাড়ানো হল – সেই তালিকায় রয়েছে একাধিক চমক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!