এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর হাত ধরে ক্রমশ বিশ্বমানের হওয়ার দিকে এগোচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজ

মুখ্যমন্ত্রীর হাত ধরে ক্রমশ বিশ্বমানের হওয়ার দিকে এগোচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজ


নবকলেবরে সেজে উঠছে শিয়ালদহের ডাঃ আর.আহমেদ ডেন্টাল কলেজ এবং হাসপাতাল।সদ্য নবনির্মিত রোগী প্রতীক্ষালয় উদ্বোধনের মাধ্যমে সেই বার্তা পৌঁছে দিল রাজ্য সরকার।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য্য, বিধায়ক ডাঃ নির্মল মাজি, বিধায়িকা নয়না বন্দোপাধ্যায় ও বিধায়ক স্বর্ণকমল সাহা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) দেবাশিস ভট্টাচার্য্য, স্বাস্থ্যকর্তা দেবাশিস হালদার, ডেপুটি সেক্রেটারি ডাঃ বিমলেন্দু সাহা, আই.ডি.এ রাজ্য সম্পাদক ডাঃ রাজু বিশ্বাস, অধ্যক্ষ ডাঃ তপন কুমার গিরি প্রমুখ। প্রায় ৪০০০ বর্গফুটের রোগী প্রতিক্ষালয়ের পাশাপাশি একই পরিসরে থাকছে আউটডোর টিকিট কাউন্টার, বিনামুল্যে ঔষধ বিতরন কেন্দ্র, আর.এস.বি.ওয়াই কাউন্টার, রোগী অভিযোগ কেন্দ্র। রোগীকল্যাণ সমিতির অন্যতম সদস্য ডাঃ রাজু বিশ্বাস বলেন, এটা একটা দীর্ঘদিনের সমস্যা, রোগী পরিষেবাকে উন্নততর করতে মুখ্যমন্ত্রী সদা তৎপর। প্রতিকূল পরিবেশে আর রোগীদের সমস্যা হবে না। অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে।

এ বিষয়ে তৃনমূল ছাত্র পরিষদ এর সহ সভাপতি ডাঃ নীলাংশু কর বলেন, দিন দিন বাড়তে থাকা রোগীর সংখ্যা সামলানো ও রোগী পরিষেবা আরও উন্নত করার লক্ষ‍্যে আমাদের দাবী মেনে এই রোগী প্রতীক্ষালয়টি ডাঃ আর. আহমেদ ডেন্টাল কলেজ কে উপহার দেওয়ার জন‍্য মাননীয়া মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাই অসংখ্য ধন্যবাদ, আর রোগী ও রোগীর পরিবারের লোকজনদের গ্রীষ্মের তপ্ত রোদে দাঁড়াতে হবে না, সবাই গরমের মধ‍্যে মাথার ওপর ছাদ পাবেন, ফ‍্যানের হাওয়া পাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!