এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় আসছেন নতুন রাজ্যপাল, ঘোষণা হয়ে গেল রাষ্ট্রপতি ভবন থেকে

বাংলায় আসছেন নতুন রাজ্যপাল, ঘোষণা হয়ে গেল রাষ্ট্রপতি ভবন থেকে


জল্পনাটা চলছিল দীর্ঘদিন ধরেই – অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিল রাষ্ট্রপতি ভবন। আর চারদিন পরেই বাংলার বর্তমান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কার্যকাল শেষ হচ্ছে, ফলে জল্পনা চলছিল, বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে তা কড়া হাতে সামাল দেওয়া ও কেন্দ্র রাজ্য সমন্বয়ের জন্য একজন নতুন রাজ্যপাল পাঠাতে পারে কেন্দ্র সরকার।

আর বাস্তবে হলোও তাই, কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদ শেষ হলেই সে জায়গায় দায়িত্ব নিতে আসছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত ও প্রবীণ আইনজীবী ৬৮ বছর বয়সী জগদীপ ধানকর। তিনি ১৯৮৯ সালে জনতা দলের প্রার্থী হিসাবে রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এই সময় কেন্দ্রে মন্ত্রীও ছিলেন তিনি, এছাড়াও রাজস্থানের কিষাণগড় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও রাজস্থান বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট পদেও নির্বাচিত হন পরবর্তীকালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরে ২০০৩ সালে তিনি বিজেপিতে যোগ দেন। এদিকে রাষ্ট্রপতি ভবন থেকে নতুন রাজ্যপালের ঘোষণা হতেই, তাঁকে বাংলায় স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইটে তিনি লেখেন, জগদীপ ধানকরকে বাংলার নতুন রাজ্যপাল হিসেবে স্বাগত জানাই। আমি সংবাদমাধ্যম থেকে এইমাত্র খবর পেলাম। ওনাকে আমাদের সুন্দর রাজ্যে স্বাগত জানাই।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও পরে এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। এদিকে বাংলার পাশাপাশি আরও ৫ রাজ্যে রাজ্যপাল নিয়ে এদিন বড় ঘোষণা কেন্দ্রের। মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল ও গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যাটেল উত্তরপ্রদেশের নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন।

এছাড়াও, বিহারের বর্তমান রাজ্যপাল লালজি ট্যান্ডন মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন। বিহারের নতুন রাজ্যপাল হচ্ছেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক ফাগু চৌহান। কাপ্তান সিং সোলাঙ্কির স্থানে ত্রিপুরায় নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন রমেশ বেইশ। পদ্মনাভ আচার্যর স্থানে নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন আর এন রবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!