এখন পড়ছেন
হোম > জাতীয় > তাবলিঘি জামাত সদস্যদের নিয়ে এবার বড়সড় নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের! বাড়ছে জল্পনা

তাবলিঘি জামাত সদস্যদের নিয়ে এবার বড়সড় নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের! বাড়ছে জল্পনা

করোনা ভাইরাসকে আটকাতে প্রথম পর্যায়ের লকডাউন করে দেওয়া হয়েছিল ভারতবর্ষে। বর্তমানে দ্বিতীয় ধাপ পেরিয়ে তৃতীয় ধাপের লকডাউন চলছে গোটা দেশে। তবে প্রথমে লকডাউনের সময় দিল্লির নিজামুদ্দিনের সমাবেশ নানা প্রশ্ন তুলে দিতে শুরু করে। জানা যায়, পর্যটক ভিসায় ভারতে এসে অনেকেই ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছিল। এমনকি লকডাউন জারি হওয়ার পরেও দিল্লির নিজামুদ্দিনের মারকাজে অনেক মানুষকে বসবাস করতে দেখা যায়।

তবে এই সমস্ত মানুষদের থেকে যাতে করোনা সংক্রমিত না হয় এবং ভয়ঙ্কর আকার ধারণ না করে, তার জন্য আগেভাগেই পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যেখানে তাবলিঘি জামাতের অনেক সদস্যকেই কালো তালিকাভুক্ত করতে দেখা গিয়েছিল কেন্দ্রকে। আর এবার এই ব্যাপারে আরও একটি পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, দিল্লিতে কোয়ারেন্টাইনে থাকা 567 জন তাবলিগি জামাত সদস্যকে সুস্থ করার পর দিল্লি পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, শনিবার দিল্লির ডিভিশনাল কমিশনারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, দিল্লির সরকারি কোয়ারেন্টাইনে তবলিগি জামাতের 567 জন বিদেশি সদস্য রয়েছে। তবে তারপরও অনেকেই কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। ফলে এই সমস্ত ব্যক্তিদের যাতে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়, সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউনের মধ্যে নিজামুদ্দিনে একটি ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হতে দেখা যায়। যেখানে দেশের পাশাপাশি বাইরে থেকেও অনেকে সেই সমাবেশে যোগ দিয়েছিলেন। আর এরপরই সেই সম্মেলনে আসা অনেক সদস্যদের শরীরে করোনা ভাইরাস দেখতে পাওয়ায় রীতিমতো গোটা ভারত জুড়ে আতঙ্ক তৈরি হয়। শুধু তাই নয়, এই সমাবেশে যোগ দেওয়া অনেক ভারতীয়রা তাদের বাড়িতে ফিরে যাওয়ার সাথে সাথে নানা জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়ে ভারতবর্ষের মানুষ।

এমনকি আশ্চর্যজনকভাবে দেখা যায়, এই ধর্মীয় সম্মেলনের ফলে করোনাভাইরাস চূড়ান্ত আকার ধারণ করে। যার পরে এই সম্মেলনে যোগ দেওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার ব্যাপারে জোর দেওয়া হয়। আর এবার সেই সমস্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার পর তাদের দিল্লি পুলিশের হেফাজতে পাঠানোর ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দেওয়ায় গোটা ব্যাপারটি নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল‌। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!