এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু নিয়ে বড়সড় নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের

সরকারি কর্মীদের জন্য আরোগ্য সেতু নিয়ে বড়সড় নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের

এই মুহূর্তে ভারতে করোনার বিরুদ্ধে লড়াই করতে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ভারতে করোনা প্রবেশের প্রথমার্ধেই দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন। যা এখনো চলছে। যদিও লকডাউন করেও করোনা সংক্রমণকে প্রতিরোধ করা যায়নি আশানুরূপভাবে, কিন্তু তাও সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষজ্ঞদের কথা অনুযায়ী লকডাউন চলছে। তবে তার মধ্যেই করোনার বিরুদ্ধে বিভিন্ন ভ্যাকসিন বা ওষুধের দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে আক্রান্তদের খোঁজ পেতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বানিয়েছে আরোগ্য সেতু নামক একটি অ্যাপ। এবার এই অ্যাপ সংক্রান্ত নির্দিষ্ট কিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার বলে জানা গেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসের কর্মচারীদের তাঁদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করতে বলা হয়েছে। জানা গেছে, অফিসে ঢোকার প্রাকমুহুর্তে এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকের শারীরিক পরীক্ষা হবে। এই নিয়ম কেন্দ্রীয় সরকারের অধীনস্থ আউটসোর্স কর্মীদের ক্ষেত্রেও বলবৎ হবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আরোগ্য সেতু সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, যদি এই অ্যাপে কোন কর্মচারীকে সেভ বা লো রিস্ক দেখায়, তবে তিনি কর্মস্থানে প্রবেশ করতে পারবেন। নতুবা রেজাল্ট হাই রিস্ক এলে তাকে 14 দিনের জন্য সেল্ফ আইসোলেশনে যেতে হবে এবং যতক্ষণ না আবার আরোগ্য অ্যাপ লো রিস্ক স্ট্যাটাস দেখাচ্ছে, ততক্ষণ তাঁদের আর কাজে যোগ দিতে হবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই আরোগ্য সেতু অ্যাপটি সক্রিয় রাখার জন্য ব্লুটুথ বা নিজের ফোনের লোকেশন অন রাখার কথা বলা হয়েছে। এর ফলে শুধু নিজের নয়, যদি কাছাকাছি কেউ করোনা আক্রান্ত হন, তাহলে সে খবরও আরোগ্য সেতুর মাধ্যমে জানা যাবে। এবং করোনা আক্রান্ত রোগী কতটা দূরে আছে সেটিও অ্যাপ এর মাধ্যমে জানা যাবে।

অন্যদিকে, এই অ্যাপে গোপনীয়তা বজায় রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এই অ্যাপ ইতিমধ্যেই সিবিএসসি স্কুলগুলিতে ব্যবহার করার কথা বলা হয়েছে। আপাতত কেন্দ্রীয় সরকার দেশের করোনা আক্রান্তের সঠিক হদিশ পেতে আরোগ্য অ্যাপটি বেছে নিয়েছেন বলে মত বিশেষজ্ঞদের। এই অ্যাপের কথা অবশ্য প্রধানমন্ত্রী তাঁর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে এর আগেই জানিয়েছিলেন। এবং অনুরোধ করেছিলেন, যাতে সবাই এই অ্যাপটি নিজের ফোনে রাখেন। বিশেষজ্ঞদের দাবি, আপাতত টেস্ট ব্যতিরেকে করোনা আক্রান্তদের চিহ্নিত করার জন্য এই অ্যাপটি যথেষ্ট কার্যকর ভূমিকা নিতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!