এখন পড়ছেন
হোম > জাতীয় > টিকিট পাওয়া থেকে অন্যদল থেকে আসা নেতাদের আধিপত্য! একের পর এক ইস্যুতে অশান্তি বাড়ছে বিজেপিতে

টিকিট পাওয়া থেকে অন্যদল থেকে আসা নেতাদের আধিপত্য! একের পর এক ইস্যুতে অশান্তি বাড়ছে বিজেপিতে


করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে রাজ্যে রাজ্যে। এরইমধ্যে মাঝে মাঝে প্রকাশ্যে আসছে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। সম্প্রতি দেখা গেছে কর্ণাটক এবং মধ্যপ্রদেশে গেরুয়া শিবিরের মধ্যে বেশ কিছু অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। সূত্রের খবর কর্নাটকে অতি শীঘ্রই রাজ্যসভা এবং বিধান পরিষদ নির্বাচন চালু হতে চলেছে। আগামী ১৯ শে জুন কর্নাটকে রাজ্যসভা ভোট অনুষ্ঠিত হবে। জানা গেছে এরই মধ্যে চুপিসারে ১২ জন বিধায়ক বৈঠক করেছেন।

কিন্তু রাজ্যসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে গেরুয়া শিবিরে শুরু হয়েছে কোন্দল। জানা যাচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা রাজ্যসভা ভোটে প্রার্থী হিসাবে যে তিনজনের নাম শীর্ষ নেতৃত্বকে পাঠিয়েছিলেন তা পুরোটাই বাতিল করেছেন মোদী-অমিত শাহ কমিটি। কথা ছিল পাঠানো তালিকা থেকে যেকোনো দুজনের নাম প্রার্থী হিসাবে বেছে নেওয়া হবে কিন্তু শীর্ষ নেতৃত্বের তরফে তিনটে নাম‌ই বাতিল করে দেওয়া হয়েছে। জানা গেছে কর্নাটকের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে বাতিল করে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব অচেনা দুটো মুখ প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠলে বিজেপি শিবিরে তরফে জানানো হয় কোনরকম অন্তর্দ্বন্দ্ব দলের মধ্যে হয়নি। প্রত্যেকটি মানুষেরই উচ্চাকাঙ্ক্ষা থাকে তাই কেবলমাত্র সেটি নিয়েই আলোচনা হয়েছে। গেরুয়া শিবিরের তরফে আরোও জানানো হয় কেন্দ্রীয় নির্বাচন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে। এরপর ফের মধ্যপ্রদেশেও এক‌ই চিত্র ফুটে উঠেছে। সামনেই মধ্যপ্রদেশে ২৪ টি আসনে উপনির্বাচন হবে বলে জানা যাচ্ছে।

কিন্তু এরই মধ্যে দলবদল নিয়ে মধ্যপ্রদেশে বিজেপি শিবিরের মধ্যে শুরু হয়েছে অন্তর্কলহ। জানা গেছে সম্প্রতি বেশ কয়েকজন বিজেপি দলীয় কর্মী দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। আবার অন্যদিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি তাঁর অনুগামীদের নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে ২২ জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতে তাদের টিকিট দেওয়া নিয়ে শুরু হয়েছে নিজেদের মধ্যে নানা সমস্যা। দলের একাংশের মতে দলে নতুন আগত সদস্যদেরও একই রকম সম্মান দিতে হবে।

যদিও বিষয়টিতে পুরনো অনুগতরা যথেষ্ট অসন্তুষ্ট বলে জানা গেছে। সূত্রের খবর এরইমধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামীরা ফের কংগ্রেসে ফিরতে চান। যদিও সমগ্র বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব খুব একটা মুখ খুলতে চাননি। তাদের বক্তব্য অনুযায়ী কোনো রাজ্যেই দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল সৃষ্টি হয়নি। বিরোধী পক্ষ থেকে বিজেপি শিবিরে যোগ দেওয়ার কারণে বিরোধী দল নানা গুঞ্জন রটাচ্ছে বলে দাবি গেরুয়া শিবিরের। কিন্তু, দুই রাজ্যের অসন্তোষ গেরুয়া শিবিরের ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!