এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার কঠিন সময়ে নিজেদের গ্রাহকদের জন্য বড়সড় সুবিধার অফার নিয়ে এল জিও! জানুন বিস্তারিত

করোনার কঠিন সময়ে নিজেদের গ্রাহকদের জন্য বড়সড় সুবিধার অফার নিয়ে এল জিও! জানুন বিস্তারিত

করোনা সংক্রমণ আটকাতে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশজুড়ে চলছে লকডাউন। প্রথম ভাগের লকডাউন গত 24 মার্চ থেকে শুরু হয়ে গত 14 ই এপ্রিল শেষ হয়েছে। দ্বিতীয় ভাগের লকডাউন শুরু হয়েছে গত 15 এপ্রিল থেকে এবং তা শেষ হবে আগামী 3 রা মে। এই দীর্ঘ সময় ধরে মানুষ গৃহবন্দী। সমস্ত অফিস কাছারি, দোকান বাজার, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ। তবে বেশ কিছু অফিস এর নির্দেশ অনুযায়ী করতে হচ্ছে Work From Home।

এই অবস্থায় বেশিরভাগ মানুষকে নির্ভর করতে হচ্ছে দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেটের ওপর। যাদের অবশ্য Work From Home নেই, তাঁরাও নিজেদের মনোরঞ্জনের জন্য ইন্টারনেটের ওপরেই নির্ভর করছেন বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে। আর সে কথা মাথায় রেখেই এবার নতুন সুবিধা নিয়ে টেলিকম মার্কেটে হাজির হয়েছে রিলায়েন্স জিও। কোম্পানি সূত্রে জানা গেছে, জিও ফাইবার গ্রাহকরা আগামী সাত দিনের জন্য 1 টিবি ডেটা ব্যবহার করতে পারবেন।

এছাড়াও উক্ত প্ল্যানের সাথে অন্যান্য অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে বলে জানা গেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই রিলায়েন্স জিও তাঁর গ্রাহকদের জন্য work-from-home বলে একটি প্লান নিয়ে এসেছিল। তবে সূত্রের খবর, লকডাউন দীর্ঘায়িত হওয়ার ফলে আরও বেশকিছু নতুন পরিকল্পনা নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও। যদিও জিও ফাইবার এর গ্রাহকদের উক্ত সুবিধা পেতে গেলে কিছুটা দাম বেশি দিতে হবে বলে জানা গেছে। উল্লেখ্য, যদি 1TB বা 1000 জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করতে হয় 100mbps স্পিডে, তাহলে গ্রাহককে দিতে হবে জিএসটি মিলিয়ে মোট 234 টাকা, এবং যদি এই প্ল্যান 1 মাসের জন্য ব্যবহার করতে হয় তাহলে জিএসটি সমেত 1100 টাকা খরচ করতে হবে গ্রাহকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এক মাসের জন্য ডেটার পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়াবে 4.5 টিবি। বাড়ি থেকে কাজ করার জন্য জিওর তরফ থেকে আগেই work-from-home প্ল্যান যেমন এসেছিল, সেরম ভাবে লকডাউন এর মধ্যে সময় ভালো কাটানোর জন্য জিও ফাইবার এর তরফ থেকে এই নতুন প্ল্যান এসেছে বলে জানা যাচ্ছে। তবে রিলায়েন্স জিওর পাশাপাশি অন্যান্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলিও গ্রাহক সুবিধার্থে নিয়ে এসেছে বিভিন্ন পরিকল্পনা। তাই মনে করা হচ্ছে, সেদিকে নজর দিয়েই রিলায়েন্স জিও নতুন সুবিধা নিয়ে এসেছে গ্রাহক স্বার্থে।

অন্যদিকে টেলিকম বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হচ্ছে, যেভাবে রিলায়েন্স জিও একের পর এক প্ল্যান নিয়ে আসতে চলেছে গ্রাহকদের জন্য তা যথেষ্ট প্রশংসনীয়। সূত্রের খবর, এই মুহুর্তে দেশের বেশিরভাগ মানুষের মোবাইল নাম্বার জিও টেলিকম নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। সেইসূত্রে টেলিকম বিশেষজ্ঞরা দাবি করছেন, রিলায়েন্স জিও লকডাউনের সময়কে কাজে লাগিয়ে যদি তাঁদের গ্রাহকদের উন্নততর পরিষেবা দিতে পারে, তাহলে ভবিষ্যতে তাঁদের গ্রাহক সংখ্যা আরো বেড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!