এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আন্দোলনের ঝড় তুলছে এসএসসি চাকুরীপ্রার্থীরা, পাশে দাঁড়াল বিজেপি শিক্ষক সেল

আন্দোলনের ঝড় তুলছে এসএসসি চাকুরীপ্রার্থীরা, পাশে দাঁড়াল বিজেপি শিক্ষক সেল


আন্দোলনরত এসএসসি চাকুরীপ্রার্থীদের পাশে দাঁড়াল ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন বিজেপি শিক্ষক সেল। অবিলম্বে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল কলকাতায় এসএসসির সদর দপ্তরে এসএসসির হাজার হাজার চাকুরীপ্রার্থীরা অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি ২০১৪ সালে তাঁদের পরীক্ষা নেওয়া হলেও দীর্ঘকাল ধরেই তাঁদের নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা হয়েছে।

বিশেষ করে মুখ্যমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণার পর আদৌও তাঁদের নিয়োগ করা হবে কিনা সেই ব্যাপারে প্রশ্নচিহ্ন রয়ে গেছে বলেও দাবি আন্দোলনকারীদের। এসএসসির আন্দোলনরত চাকুরী প্রার্থীদের অরাজনৈতিক মঞ্চ এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের নেতা রাজা নন্দী জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে রাজ্য সরকার উচ্চ প্রাথমিক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে। আমরা অবিলম্বে, বর্তমান শূন্যপদ অনুসারে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানা হলে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এসএসসির চাকুরী প্রার্থীদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির শিক্ষক সংগঠন বিজেপি শিক্ষক সেল। বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস জানান, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে বর্তমানে ত্রিশ হাজারের উপর শিক্ষক পদ ফাঁকা। দীর্ঘ ছয় বছর ধরে উচ্চ প্রাথমিকে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। লক্ষ লক্ষ চাকুরীপ্রার্থী টেট পাশ করে বসে আছেন। তাঁদের নিয়োগ করা হচ্ছে না।

দীপালবাবুর আরও অভিযোগ, অথচ মুখ্যমন্ত্রী টেট পাশ করা প্রশিক্ষিত চাকুরী প্রার্থীদের বঞ্চিত করে মাসিক আড়াই হাজার টাকা বেতনে ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন। ফলে টেট পাশ করা চাকুরী প্রার্থীদের ভবিষ্যৎ বর্তমানে অন্ধকারে। আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে অবিলম্বে উচ্চ প্রাথমিকে সমস্ত শূন্যপদে প্রশিক্ষিত টেট পাশ করা চাকুরী প্রার্থীদের নিয়োগের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আমরা বিজেপি সেলের পক্ষ থেকে আন্দোলনরত চাকুরী প্রার্থীদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিচ্ছি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!