এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতে পথ দেখাচ্ছেন মোদী আর বাংলাদেশে হিরো আলম? পুরোটা জানলে চমকাবেন আপনিও, জানাবেন কুর্নিশ

ভারতে পথ দেখাচ্ছেন মোদী আর বাংলাদেশে হিরো আলম? পুরোটা জানলে চমকাবেন আপনিও, জানাবেন কুর্নিশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষকে নিউ নরমালে ফেরাতে অক্টোবর মাস থেকেই শুরু হয়ে গেছে আনলকের পঞ্চম পর্যায়। আর এই পর্যায়ে পরিবহন ব্যবস্থা সহ একাধিক খাতে পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। সেই সঙ্গে ইতিমধ্যেই মেট্রো চালু হয়ে যাওয়ায় এবং সামনে পুজো মরশুম থাকায় দাবি উঠেছিল কলাকুশলীদের ভবিষ্যৎ নিয়ে।

তবে সেই কথাকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই মুক্তমঞ্চে নির্ধারিত জনসংখ্যাকে কেন্দ্র করে অনুষ্ঠান করার ছাড় পাওয়া গেছে বলে জানা গেছে। অন্যদিকে রেস্টুরেন্ট খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিনেমা হলগুলোর থেকেও বাধা-নিষেধ উঠেছে বলে মনে করা হয়েছিল। ফলে সাধারণ মানুষের জীবনে বিনোদনের ক্ষেত্রে বাঁধা দুর হয়েছে বলেই মনে করা হয়।

বস্তুত, অনলাইন প্লাটফর্মে অনেক সিনেমাযই যে কাঙ্খিত লভ্যাংশ পাচ্ছেন না, সেই দাবিতে অনলাইন সিনেমা মুক্তির পথে বিরোধিতা করতে দেখা গেছিল অনেককে। তাই সিনেমা হল চালু হলে সাধারণ মানুষ কতটা হলে আসবেন, কিভাবেই বা নির্ধারণ করা যাবে করোনা সতর্কতা, সেই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছিল সিনেমা হল কর্তৃপক্ষের কপালে।

তবে জানা গেছে, নির্ধারিত সময়ে অর্থাৎ ১৫ই অক্টোবর প্রেক্ষাগৃহ চালু হবার কথা থাকলেও তার একদিন পর অর্থাৎ ১৬ই অক্টোবর থেকে খুলে গেছে বেশিরভাগ প্রেক্ষাগৃহ। সেইসঙ্গে ভারতের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও খুলেছে অনেকগুলি সিনেমাহল। তবে এখনই নতুন ছবি মুক্তির সিদ্ধান্ত নিচ্ছেন না কোনো প্রযোজকরাই।

তার কারণ মানুষ যদি না আসেন হলে সিনেমা দেখতে, তবে তেমন হলে ছবি মুক্তি দিয়ে কোন লাভ নেই। তাই আপাতত মানুষ আসেন কিনা সেই অপেক্ষা। যদি দর্শক ফেরেন তবেই নির্ধারিত নিয়মে নতুন সিনেমা মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ইতিমধ্যে ভারতে একটি নতুন ছবি নিয়ে তোলপাড় হয়েছে সিনেমা জগতে। কথা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী অবলম্বনে তৈরি বায়োপিকের।

পি এম নরেন্দ্র মোদি’ নামের এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এছাড়া এখানে অভিনয় করতে দেখা গেছে বোমান ইরানি, বরখা বিস্ত সেনগুপ্ত, জরিনা ওয়াহাব, দর্শন কুমার, রাজেন্দ্র গুপ্ত, অঞ্জন শ্রীবাস্তবকে। গত লোকসভা নির্বাচনের আগে ছবিটির মুক্তি ঘিরে সমস্যা তৈরি হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সময় নির্বাচনি বিধিভঙ্গের দায়ে আটকে দেওয়া হয়েছিল ছবির মুক্তি। তবে অবশেষে ২৪ মে ২০১৯শে মুক্তি পায় ‘পি এম নরেন্দ্র মোদি’ বায়োপিকটি। মূলত সিনেমাটিতে একজন চা বিক্রেতা হিসেবে জীবন শুরু করে কীভাবে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেলেন সেটাই দেখানো হয়েছে বলে জানা গিয়েছে।

আলোচনা ও সমালোচনার শিখরে থাকা এই ছবিটি পরিচালনা করেছেন ওমাঙ্গ কুমার। মুক্তির প্রথম দিনেই এটি প্রায় ২.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল বলেও জানা যায়। তাই মহামারির পর শুভ সূচনা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি ‘পি এম নরেন্দ্র মোদি’ এই ছবিটিকেই মুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সেই সঙ্গে পিছিয়ে নেই বাংলাদেশও। জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি ‘হাসিনা: আ ডটারস টেল’ প্রদর্শিত হওয়ার কথা কিন্তু এখনও শোনা যায়নি। তবে সেখানকার সিনেমা হলগুলোর শুভ সূচনা করতে ইউটিউবার হিরো আলমের ছবি ‌’সাহসী হিরো আলম’কে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে বাংলাদেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে এই ‘সাহসী হিরো আলম’ ছবিটি চলছে বলে জানা গেছে। বস্তুত, এই ছবিটির প্রযোজক হিরো আলম নিজেই। তাঁর কথায়, করোনা দুর্যোগের পর ছবি মুক্তির সাহস করেনি কেউ। তাই তিনি নিজে এগিয়ে এসেছেন। তাঁর মতে, মুখে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবে তা করা কঠিন।

তাই আপাতত তিনি ক্ষতির কথা ভাবছেন না। ছবি মুক্তি না দিলে হল চলবে না। সেটাই তাঁর মতে আরও বড় ক্ষতি। অন্যদিকে, প্রযোজক সমিতির তরফে জানা গেছে, আপাতত ‘সাহসী হিরো আলম’-ই মুক্তি পাচ্ছে। দুটি নতুন ছবি মুক্তির জন্য এলেও, আপাতত চলতি সপ্তাহে এই একটি ছবিই বাংলাদেশে মুক্তি পাবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!