এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের বাজারে আসছে নতুন নোট কেমন সেই নোট জেনে নিন

ফের বাজারে আসছে নতুন নোট কেমন সেই নোট জেনে নিন


৫০০, ১০০, ২০০, ৫০, ২০০০ এর পরে বাজারে আসছে আরও একটা নতুন নোট। জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংক অগষ্ট মাসেই এই নতুন নোট বাজারে আনবে। পূর্বোল্লিখিত নোট গুলির মতন এই ১০০ টাকার নোটটিও রঙিন ই হবে। সূত্র মারফত জানা গিয়েছে নতুন এই নোট হবে বেগুনি রঙের। তবে নোটটি বর্তমান ১০০ টাকার নোটের তুলনায় আকারে ছোট এবং ১০ টাকার নোটের থেকে আকারে কিছুটা বড় হবে।

ইতিমধ্যেই ১০০ টাকার নোট বাজারে কমে যেতে শুরু হয়েছে। তাই বিকল্প হিসেবেই এই নোট প্রচলন হবে। উল্লেখ্য ১০০ টাকার নতুন এই নোট দেওয়াস-এর প্রেসে ছাপানো হচ্ছে । এই নোটের সবচেয়ে বড় বিশেষত্ব হল, হোসাঙ্গাবাদের সিকিউরিটি পেপার মিলে স্বদেশীয় কাগজ এবং কালি ব্যবহার করে এই নোট ছাপানো হচ্ছে। আরও একটি বিশেষত্ব রয়েছে এই নোট টিতে তা হলো এতে থাকবে গুজরাতের ‘রানি কি ভভ’-এর ছবি। ২০০০ টাকার নোটও ঐ একই প্রেস থেকে ছাপা হয়েছিলো বলে জানা যাচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!