এখন পড়ছেন
হোম > অন্যান্য > আমিরশাহিতে IPL হওয়া নিয়ে নতুন সমস্যা? অভিষেকের কাণ্ডে ঘুম উড়তে পারে সৌরভ-জয় শাহদের?

আমিরশাহিতে IPL হওয়া নিয়ে নতুন সমস্যা? অভিষেকের কাণ্ডে ঘুম উড়তে পারে সৌরভ-জয় শাহদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ বছর আমাদের দেশে করোনা সংক্রমনের ভয়াবহ পরিস্থিতির কারণে দেশে সামাজিক দূরত্বের বিধি বলবৎ থাকার কারণে দেশে এবার অনেক অনেক খেলার আসর ইতিমধ্যে বসতে পারে নি। অন্যান্য বছরের মতো এ বছর দেশে পারেনি আইপিএল খেলার আসর না বসার কারণে হতাশ হয়েছিলেন বহু ক্রিকেট প্রেমী।

কিন্তু, শেষ পর্যন্ত তাদের হতাশার দিন শেষ হলো। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হলো আগামী সেপ্টেম্বর মাস থেকে এ বছরের আইপিএল ম্যাচ শুরু হতে চলেছে। তবে এ বছর আইপিএল আমাদের দেশে হবে না, পরিবর্তে হবে আরব দেশে। যাই হোক না কেন আইপিএল হবে একথা শুনে আনন্দিত, উচ্ছসিত হয়েছিলেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। তারপর ঘোষিত হয় আইপিএল এর সূচি।

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয় আগামী ১৯ শে সেপ্টেম্বর দুবাইতে আইপিএল ম্যাচ শুরু হবে।কিন্তু, এ বিষয়ে একটি বিরাট ধাক্কা। সম্প্রতি আরব আমিরশাহির পরিবর্তে এদেশেই আইপিএলের আয়োজন করা এই আবেদন করে বোম্বে হাইকোর্টে অভিযোগ জানালেন জনৈক আইনজীবী। যা শুনে পুনর্বার কপালে ভাঁজ পড়েছে বহু ক্রিকেটপ্রেমীর।

জনৈক আইনজীবী অভিষেক লাগোর সম্প্রতি বোম্বে হাইকোর্ট অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে, এবারের আইপিএল যদি ভারতের পরিবর্তে বিদেশ আয়োজন করা হয় তাহলে তাতে ভারতের বিরাট আর্থিক সেইসঙ্গে রাজস্বগত ক্ষতির সম্ভাবনা আছে। এ বিষয়ে তিনি যুক্তি দিয়েছেন, আইপিএল খেলা হল বিসিসিআইয়ের একটি বিরাট আয়ের উৎসমুখ। এই খেলায় বিজ্ঞাপন থেকে কোটি কোটি টাকা রাজস্ব ঘরে আসে বিসিসিআইয়ের। তাই আইপিএল একটি সোনার ডিম পাড়া হাঁস ক্রিকেট বোর্ডের কাছে ।

সংবাদসূত্রে জানা গেছে, নিজেকে ক্রিকেটের একজন বিরাট ভক্ত হিসেবে দাবি করেছেন আইনজীবী অভিষেক লাগোর। প্রসঙ্গত তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে এ বছরে দেশের অর্থনীতিতে একটি বিরাট ধ্বস নেমেছে। এই পরিস্থিতিতে যদি ভারতের পরিবর্তে আরবে আইপিএল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তবে চলতি বছর আইপিএলের ব্র্যান্ড ভাল্যু পূর্বে গত বছরের তুলনায় কয়েক গুন্ হ্রাস পাবে।

একারণেই আরবের পরিবর্তে আইপিএল ভারতে করার জন্য তিনি বিশেষ আবেদন জানিয়েছেন। এই সংবাদে কপালে স্বভাবতই চিন্তিত বহু ক্রিকেটমোদী জনগণ। এখন বোম্বে হাইকোর্ট এ বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে, সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!