এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির উপর চাপ বাড়িয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এই রাজ্যেও অক্ষরে-অক্ষরে পালন রাহুল গান্ধীর দলের

বিজেপির উপর চাপ বাড়িয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এই রাজ্যেও অক্ষরে-অক্ষরে পালন রাহুল গান্ধীর দলের


যেমন কথা, তেমন কাজ – মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের পর এবার রাজস্থানেও ক্ষমতায় আসার দুদিনের মধ্যে কৃষকদের কৃষিঋণ মুকুব করে নিজেদের কথা রাখল সেখানকার কংগ্রেস সরকার। সূত্রের খবর, গতকাল রাজস্থানের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন যে, “এখানকার কৃষকদের ২ লক্ষ টাকা ঋণ মুকুব করা হল”।

স্বাভাবিকভাবেই, নতুন সরকারের এই ঘোষণায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে সেখানকার কৃষকদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে সেখানকার কৃষকদের কৃষি ঋণ মুকুব করা হবে। সেই মতো দেশের ৩ রাজ্য রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে সরকার গড়েই নিজেদের প্রতিশ্রুতি পূরণ করল কংগ্রেস।

শপথ নেওয়ার দু’ঘণ্টার মধ্যেই মধ্যপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী কমল নাথ কৃষি ঋণ মুকুব করেছিলেন। আর এরপরই ছত্তিশগড়ের নবনির্বাচিত কংগ্রেস সরকারও একই পথে হেঁটে কৃষি ঋণ মুকুব করে কৃষকদের স্বস্তি দিয়েছিল। বাকি ছিল শুধু রাজস্থান – এদিন সেই বৃত্তও সম্পূর্ণ হল। তবে দেশে সব মিলিয়ে এখনও পর্যন্ত চার রাজ্যে কৃষকদের কৃষি ঋণ মুকুবের কথা ঘোষণা করা হল বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কৃষকদের কৃষিঋণ ঘোষণা করার পরই চাপে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। সাথে সাথেই অসমের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সেখানকার কৃষকদের কৃষিঋণ মুকুবের কথা ঘোষণা করেন। রাজস্থানে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি মত কৃষকদের কৃষিঋণ মুকুব করে ফের নিজেদের কথা রাখল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ট্যুইট করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী নিজেই সেকথা জানান।

নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী বলেন, “কাজ শেষ – রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কৃষিঋণ মুকুব করা হয়েছে। কংগ্রেস ১০ দিন সময় চেয়েছিল – দুদিনেই সেই প্রতিশ্রুতি রেখেছে”। সব মিলিয়ে এবার তিন রাজ্যে সরকার গড়েই কৃষিঋণ মুকুবের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল কংগ্রেস। তবে এই কৃষিঋণ মুকুব করা হলেও, রাজস্থানের কংগ্রেসী সরকারের ঘাড়ে যে অতিরিক্ত ১৮ হাজার কোটি টাকার বোঝা চাপল, সেটা এখন কি করে ঠেকাবে সেই রাজ্য এখন সেদিকেই তাকিয়ে সকলে।

তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা – ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের শীর্ষনেতৃত্ত্ব নিজেদের কৃষক-দরদী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি যে কৃষকদের ভালো চান না – তা প্রমান করতে উঠে পরে লাগবে। ভারতবর্ষের ভোটব্যাঙ্ক, বড় বেশি কৃষি নির্ভর। তাই – ২০১৯-এ ক্ষমতায় ফিরে আসতে রাহুল গান্ধীর দলের এই কৃষি ঋণ মুকুব করা ছাড়া অন্য রাস্তা খোলা ছিল না। কিন্তু, এর পরিপ্রেক্ষিতে এখন প্রধানমন্ত্রী কৃষকদের জন্য কি পদক্ষেপ পাল্টা নেন সেদিকেই তাকিয়ে দেশবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!