এখন পড়ছেন
হোম > জাতীয় > কার হাতে থাকবে দেশের শাসনভার? নতুন সমীক্ষা ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল সার্ভে ট্রাস্ট- এর

কার হাতে থাকবে দেশের শাসনভার? নতুন সমীক্ষা ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল সার্ভে ট্রাস্ট- এর


লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। মার্চের প্রথম সপ্তাহেই হয়তো ভোটের নির্ঘন্ট জানিয়ে দিতে পারে নির্বাচন কমিশন,এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই ইঙ্গিত যদি সত্যি হয় তাহলে মে-জুন নাগাধ ভোট হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই ক্ষমতা দখলের লড়াইতে একে অপরকে টেক্কা দেওয়ার জন্যে প্রস্তুত হচ্ছে বিভিন্ন রাজনৈতিকদলগুলো। জোরকদমে চলছে প্রচারমূলক কর্মসূচি।

এই প্রেক্ষিতে রাজনৈতিকমহল সহ আমজনতার মধ্যে সবথেকে চর্চিত বিষয় হল-আগামী প্রধানমন্ত্রী হিসাবে দিল্লির মসনদে কে বসতে চলছে? এই অবস্থায় ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল সার্ভে ট্রাস্ট তাদের সমীক্ষায় দিল ২০১৯-এর সম্ভাব্য ফলের ইঙ্গিত। রাজ্যভিত্তিক সেই সমীক্ষার রিপোর্ট দাবী বলছে,এগিয়ে রয়েছে বিজেপি৷ তবে পিছিয়ে নেই বিরোধীরাও। তাঁরা যে প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে সমীক্ষায় উঠে এসেছে সেটাও।

সমীক্ষা অনুযায়ী,বাংলায় বিজেপিকে টেক্কা দিয়ে এগিয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। একইভাবে ওড়িশায় বিজেডি,তামিলনাড়ুতে এআইএডিএমকে,তেলেঙ্গনায় টিআরএস,অন্ধ্রপ্রদেশে টিডিপি এবং কেরালায় সিপিম জোর টক্কর দেবে বিজেপিকে। এছাড়া সমীক্ষায় উঠে এসে আরো সব চাঞ্চল্যকর তথ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সদ্য সমাপ্ত গো বলয়ের তিন রাজ্যের বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে কংগ্রেস ক্ষমতায় ফিরলেও লোকসভা ভোটে কেন্দ্রের ভোটে তেমন পাত্তা পাবে না কংগ্রেস। শুধুমাত্র ওই বিজিত তিন রাজ্যে এগিয়ে থাকবে কংগ্রেস। তবে রাজস্থান ছাড়া অপর দুটি রাজ্য মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে তেমন প্রভাব ফেলতে পারবে না। তবে পাঞ্জাব ও অসমে বিজেপিকে টেক্কা দিয়ে কংগ্রেসের ভালো ফল করার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে সমীক্ষা।

অন্যদিকে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটকেই সমর্থন করছে দেশের সিংহভাগ রাজ্যে। সম্প্রতি বিধানসভা ভোটে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় হাতছাড়া হলেও ফের এই দুটি রাজ্যে বিজেপির ক্ষমতা বাড়ছে বলেই ইঙ্গিত মিলেছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকেই ভালোই এগিয়ে থাকবেন মোদী। কর্নাটকেও কংগ্রেসকে টেক্কা দিয়ে এগিয়ে থাকবে বিজেপি৷ এছাড়া গুজরাট, বিহার, হরিয়ানা, উত্তরাখণ্ড,দিল্লি, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র প্রায় সব রাজ্যেই পদ্ম প্রতীক চিহ্নে প্রচুর ভোট পড়বে বলেই দাবী করছে সমীক্ষা।

উল্লেখ্য,একদিকে যেমন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট দাবী করছে কেন্দ্রে ক্ষমতা ধরে রাখার,অন্যদিকে তিন রাজ্যের ক্ষমতায় ফিরে কংগ্রেস লোকসভা ভোটে জয়ের ক্ষেত্রে আশাবাদী৷ পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার আগেই জানিয়ে দিয়েছেন,এবারের লোকসভা ভোটে আঞ্চলিক দলগুলির বড় ভূমিকা থাকবে। এরইমধ্যে শোরগোল ফেলে তৃণমূলের সমর্থকরা দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবী করে বসেছেন। এই প্রেক্ষিতে লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল যে ইঙ্গিত দিল ফার্স্ট পোস্ট দ্য ন্যাশনাল সার্ভে ট্রাস্ট-এর সমীক্ষা,তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!