এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর আগেই এবার সরকারি কর্মচারীদের আরও বড় ‘ধাক্কা’! সৌজন্যে রাজ্য সরকারের নয়া নির্দেশিকা

পুজোর আগেই এবার সরকারি কর্মচারীদের আরও বড় ‘ধাক্কা’! সৌজন্যে রাজ্য সরকারের নয়া নির্দেশিকা

রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ বর্তমান রাজ্য সরকারের আমলে তাঁরা শুধু বঞ্চিতই হয়েছেন। ডিএ বকেয়া থাকতে থাকতে পাহাড় ছুঁয়েছে, পে-কমিশনও প্রায় চার বছর অতিক্রান্ত হতে চললেও – এখনও দেখা মেলে নি। তার উপরে এইসব নিয়ে প্রতিবাদ জানালেই চলছে ‘বদলি সন্ত্রাস’ বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে তার মাঝেই রাজ্য সরকারের একটি নীতি নিয়ে বেশ খুশি ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু এবার সেখানেও তাঁদের জন্য বড়সড় ‘ধাক্কা’ আসতে চলেছে – সৌজন্যে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা।

পুজোর গন্ধ আসলেই সরকারি কর্মচারীরা ব্যাগ গোছাতে শুরু করেন। পুজোর টানা লম্বা ছুটিতে দীঘা হোক বা পুরী, ভ্রমণ পিপাসু বাঙালি ভ্রমণ ছাড়া বাঁচতে পারে না। কিন্তু পুজোর ছুটিতে সেই ভ্রমণের অনেকটা অর্থ যখন আসে সরকারের খাত থেকে, তখন যেন ঘোরার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। ফলে, রাজ্য সরকারি কর্মচারীদের ভ্রমন পিপাসা বর্তমানে শুধু দেশে নয়, পাড়ি দিচ্ছিল বিদেশেও। কিন্তু, সেই ‘সুখের দিনে’ এবার পড়তে চলেছে ইতি!

কেননা, এবার কর্মচারীদের ভ্রমন সংক্রান্ত যে সুযোগ-সুবিধা দেওয়া হত, কার্যত তাতে বেশ বড়সড় রাশ টানতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে কর্মীদের বেড়াতে যাওয়ার খরচে লাগাম টানল রাজ্য সরকার। সূত্রের খবর, নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, লিভ ট্রাভেল কনসেশন অর্থাত্‍ এলটিসির ক্ষেত্রে শুধুমাত্র যাতায়াতের ভাড়াই দেবে রাজ্য। বস্তুত, চারবছর অন্তর দেশের মধ্যে অথবা বিদেশে একবার করে ঘুরতে যাওয়ার জন্য সরকারি কর্মীদের অর্থ দেয় রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন, পরিবার নিয়ে এই ভ্রমনের জন্য টিকিটের খরচের বাইরেও দেওয়া হত বেড়াতে থাকা বা খাওয়ার খরচও। কিন্তু এক নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে এবার থেকে শুধুমাত্র – ট্রেন, বাস বা বিমানে যাতায়াতের খরচ দেবে সরকার। কিন্তু বাকি খরচ দেওয়া হবে না। কারণ হিসাবে মনে করা হাচ্ছে, সরকারি কর্মচারীদের এই সুবিধা দিতে গিয়ে বিপুল পরিমাণ টাকা এলটিসিতে চলে যাচ্ছে। ফলে সেই খরচে রাশ টানতেই এবার এহেন সিদ্ধান্ত।

সরকারের মতে প্যাকেজ ট্যুরের যাবতীয় খরচের বিল কর্মচারীরা সরকারকেই জমা দেয়। যার মধ্যে হোটেল ভাড়া থেকে খাওয়ার খরচ, সবই থাকে। আর এই কারণেই এবার সেই খরচে লাগাম টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আর তাই রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নের তরফে এহেন নির্দেশিকা জারি করা হয়েছে বলে দাবি একাংশের। নবান্নর তরফে জানানো হয়, কোনও প্যাকেজ ট্যুরের বিল দেওয়া হলেও এবার থেকে মিলবে না কোনো টাকা। স্বতন্ত্রভাবে কাটা টিকিটের ক্ষেত্রেই এবার থেকে শুধু যাতায়াত ভাড়াই দেওয়া হবে।

রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশিকা, টিকিট কাটতে হবে কেবল কাউন্টার বা ওয়েবসাইট থেকে। কর্মীদের বিলের সঙ্গে সেই টিকিট জমা দিতে হবে। ট্রাভেল এজেন্সি মারফত টিকিট কাটলে টাকা পাওয়া যাবে না। এছাড়া ছুটিতে থাকাকালীন ভ্রমণে ট্রেন বা বিমানের টিকিটে ছাড়ের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। অর্থ দপ্তরের হাতে এমন বেশ কয়েকটি বিল এসে পৌঁছেছিল, যেখানে প্যাকেজ ট্যুরের সবটা যুক্ত করা হয়েছিল। সেই কারণেই এই নয়া নির্দেশিকা জারি হল।

আর পুজোর ছুটিতে ভ্রমণ পিপাসু বাঙালির কিছুটা রাশ টানায় এবার সরকারি কর্মীদের মনে পুজোর আগে অনেকেরই গোমরা মুখ দেখা দিতে শুরু করেছে। এমনিতেই ডিএ বা পে-কমিশন নিয়ে ক্ষোভের ফলে, লোকসভা নির্বচনে পোস্টাল ব্যালটে ভরাডুবি হয়েছে শাসকদলের। পোস্টাল ব্যালটের হিসাবে রাজ্যের ৪২ টির মধ্যে ৪০ টি আসনই চলে গেছে বিরোধীদের হাতে। আর এবার, রাজ্য সরকারের যে নীতিতে কিছুটা হলেও খুশি ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা, সেখানেও রাশ টানায়, তাঁদের ক্ষোভ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!