রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন সূচি পেশ করল বিজেপি – জানুন বিস্তারিত কলকাতা জাতীয় রাজ্য January 8, 2019 নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কথা তুলে ধরে সাধারণ মানুষের মন পেতে এই রাজ্যে “গণতন্ত্র বাঁচাও” নামক রথযাত্রা কর্মসূচির উদ্যোগ নিয়েছিল বিজেপি। কিন্তু আইনি জটিলতার জেরে বিজেপির সেই রথযাত্রার কর্মসূচি জোর ধাক্কা খেয়েছে আদালতে। রাজ্যের ৩ প্রান্ত থেকে প্রায় টানা ৪০ থেকে ৪৫ দিন বিজেপির এই রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টে তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। আর এর পরই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে রায় দিলে বিজেপি সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায়। কিন্তু ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ফের সিঙ্গেল বেঞ্চে আবেদন করলে সেখানে বিজেপির এই রথযাত্রার অনুমতি দেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। আর এই রায়ের পর ফের প্রধান বিচারপতির বেঞ্চে সরকারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রধান বিচারপতি সিঙ্গেল বেঞ্চের সেই রায় খারিজ করে তা ফের সেই সিঙ্গেল বেঞ্চের দিকেই ফেরত দেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর বিজেপি এইসবের পরিপ্রেক্ষিতে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করে বসে – আর তাই, বর্তমানে বিজেপির সেই রথযাত্রার কর্মসূচি হবে কিনা এখন তা নির্ভর করছে দেশের শীর্ষ আদালতের ওপরই। সূত্রের খবর, আগামী মঙ্গলবার এই রথযাত্রা মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে। কিন্তু, এবারে বিজেপির পক্ষ থেকে সেই রথযাত্রার কর্মসূচির দিন কিছুটা হলেও কমিয়ে আনা হয়েছে। কিন্তু ঠিক কি রয়েছে বিজেপির নতুন রথযাত্রার কর্মসূচির এই সূচিতে? দলীয় সূত্রের খবর, ৪০ থেকে ৪৫ দিনের দীর্ঘ রথ যাত্রার কর্মসূচি কাটছাঁট করে তা ২০ দিনে নামিয়ে এনেছেন গেরুয়া শিবিরের নেতারা। পাশাপাশি তিনটি রথের বদলে এবার রাজ্যজুড়ে চারটি রথ বের করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা। সব মিলিয়ে এখন দেশের শীর্ষ আদালতে বিজেপির তরফে রথযাত্রার এই নতুন কর্মসূচি জমা দেওয়ার পর শীর্ষ আদালত আদৌ এই ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় কিনা এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -