এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তাতেই বাংলায় ভোট? ক্ষমতা বাড়ছে রাজ্য নির্বাচন কমিশনের? জানুন

কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তাতেই বাংলায় ভোট? ক্ষমতা বাড়ছে রাজ্য নির্বাচন কমিশনের? জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি। 2021 পড়ার সাথে সাথেই বেজে যাবে বাংলার বিধানসভা নির্বাচনের দামামা। ইতিমধ্যেই তৃণমূল থেকে বিজেপি প্রতিটি রাজনৈতিক দল নিজের মত করে রণনীতি তৈরি করতে শুরু করেছে। এবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হল। বলা বাহুল্য, প্রথম থেকেই বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি।

এখনও পর্যন্ত সেই নির্বাচনের বেশ কয়েক মাস বাকি আছে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনীর কর্তৃত্ব বৃদ্ধি নিয়ে কেন্দ্রের প্রস্তাব খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। আর এবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে একটি চিঠি দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির তরফ থেকে অতীতে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত হিসাব চাওয়া হয়েছিল। যেখানে বাংলার ভোটে ঠিক কত বাহিনী দরকার, তা জানতে চেয়েছিল দিল্লি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এবার সেই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হল। একাংশ বলছেন, কিছুদিন আগেই বিহারের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। মোটামুটি শান্তিতেই হয়েছে ভোটপর্ব। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে বাংলাতে প্রায় প্রতি নির্বাচনেই বুথ দখল এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই বিধানসভার মত গুরুত্বপূর্ণ নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত প্রয়োজন।

তাই সেই ব্যাপারে এখন থেকেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের কিছু মাস দেরি থাকলেও, বর্তমান বিজেপির পক্ষ থেকে প্রায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করা হয়। রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতির কথা তুলে ধরে কোনোমতেই কেন্দ্রীয় বাহিনী ছাড়া বিধানসভা ভোট সম্ভব নয় বলে দাবি করে ভারতীয় জনতা পার্টি। এমনিতেই বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে কার্যত উদ্যত হয়ে রয়েছে।

তাই এই পরিস্থিতিতে সেই নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াইয়ে অশান্তি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই কিছুদিন আগেই দিল্লির তরফ থেকে এই ব্যাপারে কত কেন্দ্রীয় বাহিনী এবং কত কপ্টার লাগবে, তা রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল। আর এবার সেই ব্যাপারে রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রকে চিঠি দেওয়া হল বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!