এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফিরহাদের ‘ব্যর্থতার’ অভিযোগ বিরোধী থেকে দলে! ‘প্রশাসক’ শোভনের তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা?

ফিরহাদের ‘ব্যর্থতার’ অভিযোগ বিরোধী থেকে দলে! ‘প্রশাসক’ শোভনের তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা?


দলের সঙ্গে দূরত্ব এবং মতানৈক্য তৈরি হওয়ার পর কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায়কে অপসারণ করা হয়েছিল। যার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেয়রের দায়িত্ব দিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ওপর। বর্তমানে কলকাতা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেই বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকেই প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করেছে রাজ্য সরকার।

তবে করোনা থেকে ভয়াবহ দুর্যোগ, প্রায় প্রতিটি সামলাতেই ফিরহাদ হাকিম ব্যর্থ বলে তৃণমূলের অন্দরমহল থেকে শুরু করে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। এমনকি অনেকেই এই ব্যাপারে বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় ফিরহাদ হাকিমের থেকে অনেক ভালো ছিলেন বলে দাবি করছেন। এমনকি সম্প্রতি এই ব্যাপারে মুখ খুলেছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ও।

যেখানে তিনি বলেন, “আমি কলকাতা পৌরসভার দায়িত্বে থাকলে কোনদিন এমনটা হত না।” পাশাপাশি এই ব্যাপারে ফিরহাদ হাকিমকেও নাম না করে কটাক্ষ করেন তিনি। অন্যদিকে কলকাতা পৌর এলাকায় ভয়াবহ দুর্যোগ থেকে শুরু করে করোনা মোকাবিলা করতে ফিরহাদ হাকিম একেবারেই ব্যর্থ বলে প্রকাশ্যেই সরব হন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী সাধন পান্ডে। আর ঘরে বাইরে কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এভাবে চাপে পড়ায় এবং শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্যের পর এখন তৈরি হয়েছে তীব্র জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি এবার শোভন চট্টোপাধ্যায় আবার তৃণমূলে ফিরে আসছেন? অনেকে বলছেন, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কেননা বিজেপিতে থেকে শোভন চট্টোপাধ্যায় কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না। বিজেপিতে যোগদানের পর থেকেই তিনি অজ্ঞাতবাসে রয়েছেন। ফলে এমন একটা পরিস্থিতিতে যখন কলকাতা সংকটজনক অবস্থায়, তখন “তিনি থাকলে কোনো অসুবিধা হত না” বলে তার প্রাক্তন দলকে বার্তা দিলেন শোভন চট্টোপাধ্যায় বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এবার শোভন চট্টোপাধ্যায়কে কি স্বাগত জানানো হবে? একাংশের মতে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে অনেকের অভিযোগ অনুযায়ী ফিরহাদ হাকিম পরিস্থিতি সামলাতে ব্যর্থ। সেদিক থেকে যদি শোভন চট্টোপাধ্যায়ের দলে ফেরার ইঙ্গিত স্পষ্ট হয়, তাহলে তৃণমূলের পক্ষ থেকে তাকে ফিরিয়ে নিয়ে বড় দায়িত্ব দেওয়া হতেও পারে। কিন্তু সবটাই এখন জল্পনার পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত এ ব্যাপারে শোভন চট্টোপাধ্যায় বা তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কিন্তু, বিজেপিতে যে তিনি ‘সুখে’ নেই সেই বার্তা বারেবারেই দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়েও দিদির কাছে ছুটেছিলেন ভাইফোঁটা নিতে। এমনকি তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বারেবারেই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। তা ছাড়াও শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ও শোভনের প্রত্যাবর্তন নিয়ে বার্তা দিয়েছিলেন। ফলে, সব মিলিয়ে দিদির প্রিয় ‘কাননের’ তৃণমূলে প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত – তবে পরিস্থিতি কোনদিকে গড়ায়, তার দিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!