এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নিয়ে শাসকদলের ঘুম ওড়াতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের পরিকল্পনা গেরুয়া শিবিরের

পঞ্চায়েত নিয়ে শাসকদলের ঘুম ওড়াতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের পরিকল্পনা গেরুয়া শিবিরের

বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে কোনঠাসা করতে আইনি যুদ্ধের পাশাপাশি এবার দিল্লির হস্তক্ষেপের বিশেষ পরিকল্পনায় গেরুয়া শিবির। বিজেপি সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের গ্রাম পঞ্চায়েত স্তরে ২৬ হাজার, পঞ্চায়েত সমিতিতে ৫ হাজার ও জেলা পরিষদে ৬০০ আসনে প্রার্থী দেওয়া গেছে, কিন্তু শাসকদলের সন্ত্রাসের কারণে এখনো প্রায় ১৯ হাজার আসনে প্রার্থী দেওয়া যায় নি। আর আদালতের রায়ে যদি মনোনয়নের বাড়তি দিন পাওয়া যায় তাহলে ওই বাকি ১৯ হাজার আসনেও প্রার্থী দেওয়া হবে। কিন্তু এর সঙ্গেই সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পরামর্শে বঙ্গ বিজেপি এই লড়াই নিয়ে যেতে চলেছে দিল্লির দরবারে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বঙ্গ বিজেপির একটি প্রতিনিধিদল দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাংলায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে শাসকদলের লাগামহীন ‘সন্ত্রাসের’ ছবি তুলে ধরার পাশাপাশি, এই নিয়ে সরাসরি তাদের হস্তক্ষেপ দাবি করতে পারে। দরকারে সেই প্রতিনিধিদলের সঙ্গে যেতে পারেন মনোনয়নে ব্যর্থ বিজেপির প্রার্থী ও আক্রান্ত নেতা-নেত্রীরা। আর তাই বঙ্গ-রাজনীতিতে ঝড় তুলতে একদিকে আদালতে আইনি লড়়াই ও রাস্তায় নেমে প্রতিবাদ-অনশন, অন্যদিকে প্রায় ৪০% আসনে প্রার্থী হতে না পারা মনোনীত প্রার্থীদের দিল্লির দরবারে নিয়ে গিয়ে জাতীয়স্তরে বাংলার ‘হিংসার চিত্র’ তুলে ধরার দ্বিমুখী কৌশলই হতে চলেছে রাজ্য বিজেপির ‘সাঁড়াশি’ পরিকল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!