এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > করোনা সংকটকালেও বিধানসভাকে পাখির চোখ করে নয় কর্মসূচি বিজেপির, জেনে নিন!

করোনা সংকটকালেও বিধানসভাকে পাখির চোখ করে নয় কর্মসূচি বিজেপির, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় দীর্ঘদিন ধরে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি করা সম্ভব হচ্ছে না কোনো রাজনৈতিক দলের পক্ষে। তবে ভার্চুয়াল সিস্টেমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই এই পদ্ধতিকে বেছে নিয়েছে। আর এমতাবস্তায় এবার সদস্য সংগ্রহ অভিযান শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলায় নিজেদের ভিতরে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল গেরুয়া শিবির।

সূত্রের খবর, চলতি সপ্তাহ থেকেই “আমার পরিবার বিজেপি পরিবার” নামে দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মসূচি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন বালুরঘাটের মঙ্গলপুর শহর মন্ডল বিজেপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা করা হয়। মূলত আগামী দিনে বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় ভালো ফল করতে এখন থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু করে নিজেদের সদস্য সংখ্যা বাড়াতে চাইছে পদ্ম শিবির‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার কারণেই তাদের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, গত লোকসভা নির্বাচনে বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র লোকসভা কেন্দ্র বালুরঘাট আসনটি দখল করলেও ধীরে ধীরে তাদের সংগঠনে গোষ্ঠী কোন্দল থেকে শুরু করে নানা অসন্তোষমূলক ঘটনা সামনে আসতে শুরু করে। যার ফলে প্রবল চাপে পড়ে ভারতীয় জনতা পার্টি। তাই এবারে গোষ্ঠী কোন্দল মিটিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালনের পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযানে জোর দিয়ে বিধানসভাকে পাখির চোখ করছে জেলা বিজেপি নেতৃত্ব।

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন বলেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে আমাদের নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে সোমবার থেকে শুরু হয়েছে। জেলায় মোট ছয় লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট আমাদের বেঁধে দেওয়া হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ শুরু করে দিয়েছি। তবে কত দিনের মধ্যে আমাদের এই লক্ষ্যমাত্রা পূরণ হবে, তা নিয়ে এখনও সময়ে বেঁধে দেওয়া হয়নি। অবশ্যই আমরা দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ যথাযথভাবে পালন করে লক্ষ্যমাত্রা পূরণ করব।” তবে মুখে বিজেপি নেতৃত্ব সদস্য সংগ্রহ অভিযানে সাফল্যের কথা বললেও, বাস্তবে তা কতটা সুচারুভাবে তারা পালন করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!