এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্য রাজনীতিতে ঝড় তুলে নতুন দল খুলল ‘দাদার অনুগামী’! শুভেন্দুর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা

রাজ্য রাজনীতিতে ঝড় তুলে নতুন দল খুলল ‘দাদার অনুগামী’! শুভেন্দুর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দল এবং সরকারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে শুভেন্দু অধিকারী এখন নিজের মত করে পথ চলতে শুরু করেছেন। যা জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। বিভিন্ন জায়গায় দাদার অনুগামী বলে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়তে দেখা যাচ্ছে। যা শাসকদলের বিড়ম্বনাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে এবার সেই “দাদার অনুগামীর” পক্ষ থেকে নতুন টিম গঠন করে শুভেন্দুবাবুর নিরাপত্তার জন্য আলাদা দল গঠন করা হল।

যাকে নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। যেখানে রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানে দাদার অনুগামীর পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য তরুণ-যুবকদের নিয়ে এই টিম গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শুভেন্দু অধিকারী জেড প্লাস নিরাপত্তাব্যবস্থা পান। এখন তিনি যদি ঝাড়গ্রামে আসেন, তাহলে তার পাইলট কারের পেছনে আরও তিনটি পুলিশের গাড়ি এবং অতিরিক্ত একটি গাড়ি থাকে।

এছাড়াও ভিভিআইপি হিসেবে যে থানা এলাকা দিয়ে তিনি যান, সেখানকার টহলদারি গাড়িও থাকে। জানা গেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব যখন তৈরি হচ্ছে, তখন তার ঘনিষ্ঠ বেশ কয়েকজনের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে শুভেন্দুবাবুর ঘনিষ্ঠদের যখন নিরাপত্তাব্যবস্থা প্রত্যাহার করা হচ্ছে, তখন অনেকেই বলছেন, এই রকম অবস্থা যদি চলতে থাকে, তাহলে শুভেন্দুবাবুর ক্ষেত্রেও সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তার আগেই এবার চটপটে 80 জন তরুণ যুবককে নিয়ে শুভেন্দুবাবুর নিরাপত্তার জন্য গঠন করা হল নিরাপত্তা দল। জানা গেছে, শনিবার ঝাড়গ্রামের বিনপুর ও গোপীবল্লভপুরে কালী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই এই দল তাদের কাজ শুরু করে দিয়েছে। মূলত শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাবেন, তার যাত্রাপথে নজরদারি চালাবে এই টিম। শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা একাধিক গাড়িতে এই নিরাপত্তা দলের সদস্যরা থাকবেন। যাদের পরনে থাকবে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া টি-শার্ট।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে যেভাবে “দাদার অনুগামী” মঞ্চের পক্ষ থেকে টিম গঠন করে শুভেন্দুবাবুর নিরাপত্তার দিকে নজর দেওয়া হল, তাতে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। একাংশের মতে, দলের সঙ্গে যেভাবে দূরত্ব বাড়তে শুরু করেছে শুভেন্দুবাবুর, তাতে তার নিরাপত্তারক্ষী যদি তুলে নেওয়া হয়, তাহলে তিনি চরম অপমানিত হবেন। তাই তার আগেই দাদার অনুগামী মঞ্চের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য টিম গঠন করে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হল।

আর এই ঘটনাতেই আরও বেশি করে স্পষ্ট হয়ে গেল, শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদলের দূরত্ব। তাহলে কি কারও উপর নির্ভর করতে চাইছেন না রাজ্যের পরিবহনমন্ত্রী! আর তাই যে দাদার অনুগামী নিয়ে বিস্তর জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে সেই মঞ্চের পক্ষ থেকেই শুভেন্দুবাবুর জন্য এই নিরাপত্তা টিম গঠন করা হল! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!