এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন টেকনোলজির সাহায্যে নবান্নের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করার পথে রাজ্য সরকার

নতুন টেকনোলজির সাহায্যে নবান্নের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করার পথে রাজ্য সরকার

বেশ কিছুদিন আগে বিরোধীদল গুলোর নবান্ন অভিযানে অনেকটাই বেগ পেতে হয়েছিল সেখানকার নিরাপত্তার দ্বায়িত্বে থাকা কর্তাদের।আর যাতে কোনো ত্রুটি না থাকে,তাই এবারে নবান্নের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হল রাজ্য সরকার।জানা গেছে,ভেতরে ও বাইরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে একটি অপটিক্যাল ফাইবার স্কোপ বসানো হচ্ছে নবান্নে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কি সুবিধা এই স্কোপে! বিশেষজ্ঞরা বলছেন,এই অপটিক্যাল ফাইবার স্কোপের মাথায় উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরায়  একইসঙ্গে ভিডিও এবং অডিও দুটোই করা যাবে।এমনকী সেটা মনিটরিংয়েরও ব্যবস্থা থাকবে।জানা গেছে,এই ফাইবার স্কোপের মাধ্যমে নবান্নের পুলিশ কন্ট্রোলরুমেই বসানো হচ্ছে মনিটর।বিশেষজ্ঞরা আরও বলছেন যে এই ফাইবার স্কোপের এতটাই ক্ষমতা যে কোন জঙ্গী বা দুষ্কৃতী লুকিয়ে থাকলেও তা জনিয়ে দেবে।এর আগেও নবান্নের নিরাপত্তা জোরদার করতে ভেতরে ও বাইরে 200 টির মত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল।এবার এই অত্যাধুনিক অপটিক্যাল ফাইবার স্কোপ কে কাজে লাগিয়ে রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নের নিরাপত্তা আরও জোরদার করা হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!