এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বঙ্গ বিজেপিতে নতুন অশান্তি! লবিবাজির বিস্ফোরক অভিযোগ তুলে এবার দল ছাড়লেন খোদ সভাপতির ভাই!

বঙ্গ বিজেপিতে নতুন অশান্তি! লবিবাজির বিস্ফোরক অভিযোগ তুলে এবার দল ছাড়লেন খোদ সভাপতির ভাই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের আগেই এবার ধীরে ধীরে গেরুয়া শিবিরেও জমছে অশান্তির কালো মেঘ। এতদিন পর্যন্ত ভাবা হচ্ছিল, গেরুয়া শিবিরে জোরালো সংগঠন। কিন্তু এবার অশান্তির জেরে ক্রমশ সংগঠন ভেঙে পড়ার দিকে। কিছুদিন আগেই মুকুল বিজেপি দ্বন্দ্ব নিয়ে শুরু হয়েছিল গেরুয়া শিবিরে তীব্র বিতর্ক। সেই বিতর্কের রেশ এখনো বর্তমান।

কিন্তু এবার রাজ্যের বিভিন্ন জায়গাতেও দেখা যাচ্ছে গেরুয়া শিবিরে লেগেছে ভাঙন। সম্প্রতি এরকমই একটি ছবি দেখা গেছে উত্তর দিনাজপুর বিজেপি সংগঠনে। উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি হলেন বিশ্বজিৎ লাহিড়ী। তাঁর ভাই ভবতোষ লাহিড়ী বহুদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গেও যুক্ত আছেন বলে জানা যাচ্ছে। এতদিন পর তিনি হঠাৎ করেই সোমবার বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সংযুক্ত জনতা দল অর্থাৎ জেডিইউতে। সোমবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে লবিবাজির মতো ভয়ঙ্কর অভিযোগ তুলে ভবতোষ লাহিড়ি দল ছেড়েছেন বলে জানা গেছে।

নতুন দলে গিয়েই তিনি জেলা সম্পাদকের পদ পেয়েছেন বলে খবর। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী দাবি করেছেন, ভবতোষ লাহিড়ি দল ছেড়ে গেলেও সংগঠনের কোনো ক্ষতি হবে না। অন্যদিকে ভবতোষ লাহিড়ী নতুন দলে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার দাদা বিশ্বজিৎ লাহিড়ীর প্রতি। ভবতোষ লাহিড়ী জানিয়েছেন, তাঁর দাদা দলকে ঠিকমতো পরিচালনা করতে পারছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের মধ্যে ক্রমাগত মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে ভবতোষ লাহিড়ী জেডিইউতে যোগ দেওয়ার ফলে বিভিন্ন প্রশ্নের উদয় হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্যে জেডিইউ-এর ক্ষমতা কোথাও নেই বললেই হয়। বিভিন্ন সময় নির্বাচনে তাঁদের জামানত জব্দ হয়। এহেন জেডিইউতে যোগ দেওয়ার কি কারণ ভবতোষ লাহিড়ির তা বোঝা যাচ্ছে না। প্রসঙ্গত জেডিইউ-এর বর্তমান জেলা সভাপতি কামাখ্যা সরকার। তিনিও বেশ কিছুদিন আগে বিজেপি থেকে বেরিয়ে এসে যোগ দেন জেডিইউতে।

অন্যদিকে জেডিইউ-এর বর্তমান জেলা সভাপতি জানিয়েছেন, ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি সদস্য তাঁদের দলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছে। তৃণমূলের পক্ষ থেকেও বেশ কয়েকজন যোগাযোগ করেছেন জেডিইউ-এর সঙ্গে বলে তিনি জানিয়েছেন। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতি বিশ্বজিত লাহিড়ী দাবি করেছেন, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন আর সেই কারণেই এত ভুলভাল কথা বলছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, ভবতোষ লাহিড়ী কোনদিনই দলে সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি।

তাঁর সাংগঠনিক দক্ষতাও ছিলনা। ফলে ভবতোষ লাহিড়ি বিজেপি ছাড়ায় দলের ওপর বিশেষ কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যেভাবে বর্তমানে গেরুয়া শিবিরে ভাঙ্গন শুরু হয়েছে, তা যদি এখনই না সামাল দেওয়া যায় তাহলে কিন্তু আগামী দিনে বিজেপি শিবিরকে আরো বড় বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, যেভাবে বিজেপি শিবিরে ভাঙ্গন শুরু হয়েছে তা অবশ্যই একুশের নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে অস্বস্তির মুখে দাঁড় করাচ্ছে। আর এই অবস্থা থেকে তৃণমূল যে রাজনৈতিক সুযোগ নেবে সে কথা বলাই বাহুল্য। আপাতত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এ রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!