এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে থেকেও বিজেপির হয়ে ‘কাজ’ করার চাপ দলীয় নেতার? মানতে না চাওয়াতেই খুন তৃণমূল কর্মী?

তৃণমূলে থেকেও বিজেপির হয়ে ‘কাজ’ করার চাপ দলীয় নেতার? মানতে না চাওয়াতেই খুন তৃণমূল কর্মী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং দলের আভ্যন্তরীণ সমস্যাই তাদের প্রধান বিড়ম্বনার কারণ। 2011 সালে ক্ষমতায় আসার পর দলের সমস্যা মেটানো তো দূর অস্ত, একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়তেই ব্যাস্ত তৃণমূল নেতারা। অভিযোগ, সম্প্রতি আরামবাগে খুন হয়েছেন তৃণমূল কর্মী ইসরাইল খান। স্বভাবতই তার এই খুনের ঘটনার পরে তৃণমূলের অন্দরে নানা অভিযোগ উঠতে শুরু করেছে।

জানা গেছে, আরামবাগের হরিণঘোলা 2 পঞ্চায়েতের ঘোলতাজপুর এলাকায় বোমার আঘাতে মারা গিয়েছেন তৃণমূল কর্মী ইসরাইল খান। যার পর থেকেই এলাকা কার্যত থমথমে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের স্ত্রী-পুত্র-কন্যা সকলেই এখন দোষীদের শাস্তি চাইছেন। জানা গেছে, তৃণমূলের আব্দুল আজিজ খানের সঙ্গে তাইবুল আলির গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধ চলছে। কিছুদিন আগেই এলাকা গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর গন্ডগোল সেই সময়ে তাইবুল সাহেবের গোষ্ঠীর লোকজন ব্যাপক মার খেয়েছিল।

আর তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাল্টা এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে মৃত তৃণমূল কর্মী দাদা ইসমাইল খান বলেন, “আমরা বরাবর তৃণমূল করে আসছি। তাইবুলের দলবল তৃণমূল করলেও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখত। ওরা আমাদেরও বিজেপির হয়ে কাজ করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু আমরা তা না করায় ওরা আমার ভাইকে খুন করেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূলের লোকজনেরাই তৃণমূল কর্মীকে খুন করেছে, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এদিন এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের আবদুল আজিজ বলেন, “আমাদের দলে সন্ত্রাসের স্থান নেই। ওরা তৃণমূলের পরিচয় দিয়ে বিজেপি সন্ত্রাস চালিয়েছে। সেই সন্ত্রাসের বলি হয়েছেন আমাদের দলের কর্মী।” তাহলে কি তৃণমূলের লোকজন বিজেপির সঙ্গে জড়িত রয়েছে! এদিন এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিনের প্রসঙ্গে আরামবাগ জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, “শাসকদলের দুই গোষ্ঠীর ভাগবাটোয়ারাকে নিয়ে এই খুনের ঘটনায় সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।” তবে তৃণমূলের একাংশ যেভাবে বিজেপির দিকে অভিযোগ তুলেছে, তাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন প্রকাশ্যে আসছে, ঠিক তেমনই দলের ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা লোকের সংখ্যা যে বাড়ছে, তা কার্যত স্পষ্ট বিশেষজ্ঞদের মধ্যে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!