এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিমা করার নামে লক্ষাধিক টাকা লুট, প্রতারণার নতুন ফাঁদ

বিমা করার নামে লক্ষাধিক টাকা লুট, প্রতারণার নতুন ফাঁদ

সাইবার ক্রাইম কথাটা আজকাল সুপরিচিত সবার কাছে আন্তর্জালিক দক্ষতাকে কাজে লাগিয়ে একশ্রেণীর মানুষ এই অপরাধ দিনরাত করে চলেছেন ধরাও করছেন কেউ কেউ পুলিশের জালে তবু একেবারে বন্ধ হয়ে যাবার কোন লক্ষ্মন এখনো পর্যন্ত দেখা যায়নি সাইবার ক্রাইম আটকাতে পুলিশের বিভিন্ন নির্দেশ থাকা সত্ত্বেও অনেকেই তা অনুসরণ করেন না যার ফল হাতেনাতে ভুগতে হয় কিছু মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে দিনরাত অপরাধের সীমালংঘন করে সাইবার ক্রিমিনালরা অবিরত তাদের অপরাধ ক্রিয়া চালিয়ে যাচ্ছে এদিন আরো একটি ঘটনায় তা প্রমাণ হলো।

এবার প্রতারণা করতে বেছে নেওয়া হয়েছে বীমা সংস্থাকে। বিমাসংস্থার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে হাতানো লক্ষাধিক টাকার সমেত দুই যুবক গ্রেপ্তার হয়েছে। সন্দেহ তাঁরাই এই প্রতারণা চক্রের মূল পান্ডা। দীর্ঘদিন ধরে সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় সুগম টেকপার্ক বিল্ডিং এই প্রতারণার জাল বিছিয়ে ছিলেন এই দুই যুবক। ওই এলাকার বহু মানুষের কাছে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ঐ দুই অভিযুক্ত যুবক ইন্সুরেন্স করে দেওয়ার নাম করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন গোপন সূত্রে খবর পেয়ে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ হাতেনাতে ধরল প্রতারক’ অভিজিৎ ও প্রদীপ কুমার রায়কে। এদিন পুলিশ তাদের কাছ থেকে 43 হাজার 100 টাকার নোটে এটিএম কার্ড সহ বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, তাঁরা একটি বেনামী সংস্থা খুলেছিল যার নাম দিয়েছিল, ‘ডিল মানি ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাডভাইজারি সার্ভিস প্রাইভেট লিমিটেড সিচুয়েটেড’ নামে একটি কোম্পানি খুলে তারা দিনের পর দিন এলাকার মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে গেছে। নিজেদের তারা ওই কোম্পানির ডিরেক্টর এবং রিজিওনাল হেড বলে পরিচয় দিয়েছিল এলাকায়।

পুলিশ তদন্ত করে দেখতে চাইছে এই প্রতারণা চক্রের আর কোন শাখা আছে কিনা। এই ঘটনা সামনে আসতেই সাইবার ক্রাইমের অধিকর্তারা নড়েচড়ে বসেছেন। অপরাধ বিশেষজ্ঞদের দাবি, আন্তর্জালিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এইরকম চক্র একের পর এক মানুষের টাকা লুট করে নিয়ে যাচ্ছে। তাদের এই সংক্রান্ত বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবু সাধারন মানুষকে যথেষ্ট ওয়াকিবহাল থাকার অনুরোধ করেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!