এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কমিশনের বিরুদ্ধে বিজেপির মামলায় সামনে এল নতুন মোড়, জট কি খুলবে?

কমিশনের বিরুদ্ধে বিজেপির মামলায় সামনে এল নতুন মোড়, জট কি খুলবে?


রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন আবার আইনের জটে। গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার নিজের রায়ে জানিয়ে দেন মনোনয়নের জন্য অতিরিক্ত একদিনের ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। আর তারফলে নতুন করে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করতে হবে। এই বিষয়ে সমস্ত মামলাকারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সেই হিসাবে নির্বাচন কমিশন প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলকে ২ জন করে প্রতিনিধি আজ নির্বাচন কমিশনে আলোচনার জন্য দেখা করতে বলেন। কিন্তু বিজেপির তরফে সকালে জয়প্রকাশ মজুমদারের নেতৃত্ত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে জানিয়ে আসেন বিকালে তাঁরা ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে দেখা করতে আসবেন, বিজেপির দাবি কমিশন তাতে সম্মতিও দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু বিকেলে ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বিজেপিনেতা মুকুল রায় নির্বাচন কমিশনে গেলে অভিযোগ রাজ্য পুলিশ তাঁদের ঢুকতে বাধা দেয়। ফলে ক্ষুব্ধ রাজ্য বিজেপি পুনরায় আদালতের স্মরণাপন্ন হয়। বিজেপির দাবি, আদালত তাঁদের অভিযোগ গ্রহণ করেছেন এবং সেকথা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েও দেওয়া হয়েছে। এরপরেই পঞ্চায়েত ভোটকে আইনিন জট থেকে বাঁচাতে পুনরায় বিজেপিকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয় নির্বাচন কমিশনে এসে বৈঠক করতে হয়। এই চিঠিতেও স্পষ্ট করে দেওয়া হয় ২ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গেই বৈঠক করবে নির্বাচন কমিশন। এরপরেই তড়িঘড়ি বৈঠকে বসে রাজ্য বিজেপি। সূত্রের খবর, আপাতত নির্বাচন কমিশনের বৈঠকে যাওয়ার সিদ্ধান্তই নেওয়া হতে চলেছে রাজ্য বিজেপির তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!