হোলির দিনেই বিমল গুরুঙ্গের নতুন অডিও-বার্তায় জমে গেল কি পাহাড় রাজনীতি? উত্তরবঙ্গ রাজ্য March 22, 2019 “পৃথক রাজ্য গোর্খাল্যান্ড চাই” বলে দীর্ঘদিন ধরেই পাহাড়ের মাটিতে আন্দোলন, অনশন চালাতে দেখা গেছে একদা গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংকে। কিন্তু এক সময়কার পাহাড়ের এই একচ্ছত্র অধিপতির সাথে রাজ্য সরকারের সংঘর্ষে অবশেষে পাহাড় ছাড়া হতে হয়েছে মোর্চার প্রধান বিমল গুরুং, রোশন গিরিদের। আর বিমল গুরুঙ্গের পাহাড় ছাড়ার পর থেকেই কার্যত গোর্খা জনমুক্তি মোর্চার পুরো রাশ চলে আসে বর্তমান জিটিএ প্রধান বিনয় তামাংয়ের হাতে। বিনয় তামাং এবং অনীত থাপাদের দাবি, বিমল গুরুং পাহাড় ছাড়া হতেই, তাঁরা রাজ্য সরকারের সাথে এককাট্টা হয়ে পাহাড়ের উন্নয়নে ব্রতী হয়েছেন। কিন্তু, এরই মাঝে আসন্ন লোকসভা নির্বাচনের আগে, হোলির দিনেই ভিডিও বার্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শানাতে দেখা গেল একদা জিটিএ প্রধান বিমল গুরুংকে। বস্তুত, আসন্ন লোকসভা নির্বাচনে পাহাড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে সমঝোতা করেই লড়াই করছে জিটিএ প্রধান বিনয় তামাংরা। আর এহেন একটা পরিস্থিতিতে এবার ভিডিও বার্তায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল এবং মোর্চা বিরোধী রাজনৈতিক দলগুলোকেও একত্রিত হওয়ার আবেদন জানালেন বিমল গুরুং। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি শাসক দল তৃণমূলের পাহাড় শাখার মুখপাত্র বিন্নি শর্মা, প্রাক্তন সভাপতি রাজেন মুখিয়া, মহিলা তৃণমূলের পাহাড় শাখার নেত্রী সারদা সুব্বা এবং এমডি খাওয়াসকরের নাম করেও শাসকদলের বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছেন বিমল গুরুং। কিন্তু হঠাৎ লোকসভা নির্বাচনের আগে তার এহেন ভিডিও বার্তা কেন? তাহলে কি অবশেষে আসন্ন লোকসভা নির্বাচনে পাহাড়ে অংশগ্রহণ করার জন্যই এহেন ভিডিও বার্তা দিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন বিমল? জানা গেছে, এদিন ভিডিও বার্তায় বিমল গুরুং বলেন, “রাজ্যের টাকা খান, হজম করুন, কিন্তু ভোট মোর্চার পক্ষেই দিন।” এদিকে বিমল গুরুং যখন ভিডিও বার্তায় পাহাড়বাসীকে শাসকদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন, ঠিক তখনই তাকে খোঁচা দিয়ে বিনয় তামাং বলেন, “বক্তব্যর আড়ালে থেকে রাজনীতি করা যায় না। মানুষের সঙ্গে না থেকে প্রভাবিত করাটা কাপুরুষতার কাজ।” সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনের আগে হোলির দিন বিমল গুরুংয়ের ভিডিও বার্তা ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে পাহাড়ের রাজনীতিতে। আপনার মতামত জানান -