এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মধ্যপ্রদেশে কিভাবে পড়ল কমল নাথের সরকার? সামনে এল বিস্ফোরক অডিও ক্লিপ! অস্বস্তি গেরুয়া শিবিরে

মধ্যপ্রদেশে কিভাবে পড়ল কমল নাথের সরকার? সামনে এল বিস্ফোরক অডিও ক্লিপ! অস্বস্তি গেরুয়া শিবিরে


২০১৮ সালে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানকে কুর্শীচ্যুত করে মুখ্যমন্ত্রীর আসনে বসেন কমল নাথ। একদিকে করোনা আবহে মধ্যপ্রদেশ সম্পূর্ণভাবে জর্জরিত। এরইমধ্যে রাজ্য রাজনীতিতে বিভিন্ন বিষয় নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে। জানা গেছে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে কমল নাথের সরকারে চির ধরার পেছনে শিবরাজ সিং চৌহান এর হাত রয়েছে। সূত্রের খবর সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ভাইরাল হওয়াতে মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে জল্পনার ঝড় উঠেছে।

বেশ কিছুদিন আগে মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তুলসী সিল‌ওয়াত তাঁদের অনুগামীদের নিয়ে কংগ্রেস ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান করেন। কার্যত রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী মধ্যপ্রদেশের কংগ্রেসের ভিত কিছুটা হলেও আলগা হয়ে যায়। সূত্রের খবর এরপরই মুখ্যমন্ত্রী কমল নাথ ফ্লোর টেস্টের আগেই ২০শে মার্চ ইস্তফা দেন। ফলত মধ্যপ্রদেশের কংগ্রেস দল অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়ে বলে ধারণা রাজনৈতিক দলের একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ নিয়ে করোনা আবহের মধ্যেই কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক তরজা প্রকাশ্যে এল। প্রাপ্ত তথ্য অনুযায়ী অডিও ক্লিপটিতে বলা হয়েছে, “কেন্দ্রীয় নেতৃত্বই প্রথম সিদ্ধান্ত নেয় যে, সরকারকে গদিচ্যুত করা হবে। নাহলে তা সবকিছু নষ্ট করে দেবে। আপনি আমাকে বলুন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তুলসী সিলওয়াতকে না সরালে কি এটা সম্ভব হত?” জানা গেছে অডিও ক্লিপটি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের কংগ্রেস দল।

তাদের অভিযোগ, এই অডিও ক্লিপটিতে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কংগ্রেসের বিরুদ্ধে নানা রকমের মন্তব্য করেছেন। ইন্দোরের সান‌ওয়ারে বিজেপি কর্মীদের সাথে দেখা করতে গিয়ে এমন মন্তব্য করার সময় কেউ একজন অডিওটি ভাইরাল করে দেয় এমনটি রাজ্য কংগ্রেসের দাবি। তবে সমগ্র বিষয়টি গেরুয়া শিবির অস্বীকার করেছে বলে জানা গেছে।

তাদের বক্তব্য অডিওটি ভাইরাল করা হয়েছে ঠিকই কিন্তু অডিওটিতে যে গলার আওয়াজটি রয়েছে তা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নয়। তবে রাজনৈতিক মহলের মন্তব্য অনুযায়ী অডিওটি ভাইরাল হওয়াতে গেরুয়া শিবিরের কাছে বিষয়টি যথেষ্ট‌ই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সামনেই আসছে রাজ্যসভার ভোট, সেখানে বিভিন্ন দলের বিধায়কদের ইস্তফার খবর সামনে আসছে। ফলে সেই আবহে, নতুন করে বিতর্কে জড়িয়ে ঘুম উড়তে পারে গেরুয়া শিবিরের বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!