এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা এখন অতীত! নতুন আতঙ্কের নাম ব্রুসেলোসিস!যার উৎসস্থল সেই চীন! নতুন করে ঘুম উড়বে বিশ্বের?

করোনা এখন অতীত! নতুন আতঙ্কের নাম ব্রুসেলোসিস!যার উৎসস্থল সেই চীন! নতুন করে ঘুম উড়বে বিশ্বের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা মহামারীর প্রকোপ থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি আমাদের দেশ। দিনদিন করোনাতে আক্রান্ত মানুষের সংখ্যা যেখানে বেড়েই চলেছে সেখানে ভ্যাকসিন আবিষ্কার নিয়ে দিনরাত লড়াই করে যাচ্ছেন সারা বিশ্বের গবেষকরা। এক সময় চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাস যে এমন তান্ডব লীলা চালাবে সে কথা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু বর্তমানে তার প্রভাব দেখে ভবিষ্যতের মহামারীর কথা ভেবে যেখানে আঁতকে উঠেছেন সকলে, সেখানে সম্প্রতি জানা গেছে এক নতুন ভাইরাসের আনাগোনা শুরু হয়েছে বর্তমান ভারতে।

ব্রুসেলোসিস নামের এই ভাইরাস করোনা ভাইরাসের মতোই আরও একটি ভাইরাস। শুনতে অদ্ভুত লাগলেও জানা গেছে ইতিমধ্যেই এটি নাকি ভারতে ঢুকে পড়েছে। তবে এটি এলোই বা কথা থেকে আর এর উৎসই বা কি? জানা গেছে, এই ভাইরাসেরও নেপথ্যে রয়েছে চীন। জানা গেছে, আগের বছর চিনের লানঝৌ প্রদেশের এক ওষুধের কারখানা থেকেই নাকি প্রথম এই ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখনও পর্যন্ত প্রায় তিন হাজার লোক এই ভাইরাসে সংক্রমিত হলেও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বলা হচ্ছে, এই ভাইরাস মূলত গবাদি পশুদের আক্রমণ করে। তবে তাদের সংস্পর্শে এলে বা সংক্রমিত প্রাণীজ খাদ্যগ্রহণ করলে মানুষেরও এই ভাইরাসের সংক্রমণ হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই রোগের সাধারণ উপসর্গ হিসেবে জানা গেছে, জ্বর, গাঁটে ব্যথা, দুর্বলতা, খাবারে অরুচি, মাথাব্যথা, সব সময় ঘাম, ইত্যাদি। তবে সেই সঙ্গে যাচ্ছে যে, এই উপসর্গগুলোর সঙ্গে সঙ্গে করোনা বা ফ্লুয়ের উপসর্গেরও অনেক মিল রয়েছে। আবার স্পনডিলাইটিস, আর্থ্রাইটিসের মতো লক্ষণও দেখা যাচ্ছে এই রোগে সংক্রমিত হলে। তবে রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বা সংক্রমণের ক্ষেত্রে বলা হয়েছে মানুষ থেকে মানুষে ব্রুসেলোসিস সংক্রমণের সম্ভাবনা খুবই কম। তবে, দূষিত খাবার থেকে বা ব্যাকটেরিয়া রয়েছে এমন জায়গায় শ্বাস-প্রশ্বাস নিলে সংক্রমণ ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তি সন্তানকে স্তন্যপান করালে বা কারোর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলেও তা থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে ওষুধ হিসেবে অ্যান্টিবায়োটিক খেলেই এই রোগ সেরে যায় বলে জানা গেছে। তবুও এখনও পর্যন্ত করোনার মতোই এই ভাইরাসের কোনও ভ্যাক্সিন আবিষ্কৃত না হাওয়ায় চিন্তা রয়েছে সর্বত্র। কারণ বিশেষজ্ঞদের মতে ব্রুসেলোসিস নামক এই রোগের প্রভাব করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক হতে পারে। সেই সঙ্গে উত্তর পশ্চিম চিনে ব্রুসেলোসিসের প্রকোপ ক্রমশ বাড়ছে বলেই জানা গেছে। তাই যে কোনও সময়ে যদি সেটি আমাদের দেশেও মহামারীর আকারে ছড়িয়ে যেতে পারে বলে সেই আশঙ্কা অস্বীকার করতে পারছেন না বিজ্ঞানীরা। কারণ বর্তমানে এত দিন লকডাউনের পর আনলকের প্রক্রিয়া শুরু হয়েছে দেশে। সেই সঙ্গে নিউ নরমাল জীবনে ফিরতে শুরু করেছেন বহু মানুষ। ভবিষ্যতে যে আবার জনজীবন স্বাভাবিক হবে এবং মানুষ দেশ বিদেশে যাতায়াত করবেন একথা খুবই স্বাভাবিক। আর সেই সূত্রেই যদি আবার ভারতে নতুন করে কোন ভাইরাসের সংক্রমণ হয়, তবে আমাদের দেশ সেই বিপদ সামলাতে কতটা প্রস্তুত, সেটা এখনই বলা যাচ্ছে না। তাই আগে থেকেই যাতে ভবিষ্যতের কথা ভেবে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া যায়, সে কথাই বলতে দেখা গেছে গবেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!