এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন বছরে নতুন নিয়ম কেন্দ্রের, জেনে নিন বিস্তারিত

নতুন বছরে নতুন নিয়ম কেন্দ্রের, জেনে নিন বিস্তারিত


কথায় আছে, নতুন বছরে নতুন জিনিস লাভ করা যায়। কিন্তু যদি বছরের একদম শুরুতেই দেশের সরকার সাধারণ মানুষের জন্য নতুন কোনো জিনিস নিয়ে আসেন, তাহলে তো কোন কথাই নেই। তবে অনেক ক্ষেত্রে বছরের একদম শেষের সময় সেই জিনিস হারানোর আশঙ্কাও থাকে। 2019 এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছি আমরা। হাতে আর একটি দিন।

তারপরেই সকলে পদার্পণ করবে দুই হাজার কুড়ি সালে। এই নতুন বছরে এবার একটি বিশেষ স্কিম বন্ধ করতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। সূত্রের খবর, কেন্দ্রের অর্থমন্ত্রক “সবকা বিশ্বাস স্কিমের” জন্য দিন বাড়ানোর কথা হলেও সেই দিন বাড়ানো হচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, হাতে আর মাত্র দুটো দিন রয়েছে‌। অর্থাৎ, আগামী 31 ডিসেম্বরের মধ্যেই এর রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর তার সময়সীমা শেষ হয়ে যাবে। বস্তুত, 2019 -20 বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই স্কিমের কথা ঘোষণা করেছিলেন। যার উদ্দেশ্য যাদের বকেয়া টাকা জমা দেওয়া বাকি রয়েছে, তাদের কিছু ছাড় দিয়ে সেই সমস্ত বিবাদ মিটিয়ে ফেলা।

2019 এর পয়লা সেপ্টেম্বর থেকে মাত্র চার মাসের জন্য কেন্দ্রীয় সরকার এই স্কিম চালু করেছিল। যার সময়সীমা দেওয়া ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। ফলে সেদিক থেকে হাতে আর মাত্র দু’দিন রয়েছে। তারপরেই এই স্কিমের রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়ে যাবে। যার পর বন্ধ হয়ে যাবে এই স্কিম। তাই বছরের একদম শেষ দিনে কেন্দ্র সকলকে অবহিত করে দিতে চাইছে, এই প্রকল্পের ব্যাপারে।

অর্থাৎ পরবর্তীতে কেউ যাতে আফসোস না করে যে তারা এর মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করতে পারলেন না। ফলে বছরের একদম শেষ দিনে এই প্রকল্পের রেজিস্ট্রেশনের কাজ সমাপ্ত করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাই অযথা দেরি না করে চটপট প্রয়োজন অনুসারে করে নিন “সবকা বিশ্বাস স্কিমের” রেজিস্ট্রেশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!