এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী নির্বাচন কি ব্যালটে? বড় সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট – জানুন বিস্তারিত

আগামী নির্বাচন কি ব্যালটে? বড় সিদ্ধান্ত জানিয়ে দিল সুপ্রিম কোর্ট – জানুন বিস্তারিত

ইভিএমের কারচুপির অভিযোগে একাধিকবার বিরোধীরা সরব হয়েছেন। নির্বাচন হোক বা উপনির্বাচন, লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন কমিশন বহুবার কোনঠাসা হয়েছে বিরোধীদের অভিযোগে। বিরোধীদের সঙ্গে সঙ্গে আমজনতাও একই ইস্যুতে আওয়াজ তুলে নির্বাচন কমিশনকে দফায় দফায় কাঠগড়ায় দাঁড় করিয়েছে। প্রত্যেকবার নির্বাচনের পরই অভিযোগের একই ছবি প্রকাশ্যে আসে। মুখ বুঝে চুপচাপ সহ্যও করতে হয় কমিশনকে। তবে এবার এই ইস্যুর বিহিত করে দিল শীর্ষ আদালত। স্বস্তি ফিরল নির্বাচন কমিশনে।

‘নির্বাচনে ব্যালট বাক্স ফিরিয়ে আনা হোক’- এ দাবী বিরোধীদের বহুদিনের। ইভিএমের বদলে ব্যালেট পেপারে নির্বাচনে দাবী জানিয়ে বিরোধীরা সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করেছিল৷ সেই মামলার শুনানি ছিল এদিন। কিন্তু মামলা দায়ের হওয়ার পর যথাযথ তথ্যপ্রমাণ সামনে না আসায় বিরোধীদের তরফ থেকে করা সেই মামলা খারিজের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ। অর্থাৎ বিরোধীদের দাবী গ্রহনযোগ্যতাই পেল না শীর্ষ আদালতে।

আগামী লোকসভা ভোটের কথা মাথায় রেখেই বিরোধীরা ভোট চুরি রুখতে ইভিএমের বদলে ব্যালট পেপার ব্যবহার করার দাবী জানিয়ে মামলা করেছিল। যুক্তিতে জানানো হয়েছিল,বিভিন্ন দেশে নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করা হয়,তাই এ দেশের নির্বাচনেও তেমনটা হওয়াই বাঞ্ছনীয়। ব্যালেটে ভোট হলে কারচুপিও রোখা যাবে। এর পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করা হয়,ব্যালট কি সব সমস্যা সমাধান করতে পারবে? উত্তরে,ভোটযন্ত্র বিকৃত করার অভিযোগ তুলে ধরা হয়। কিন্তু নির্বাচন কমিশন জানায়,ইভিএমে কোনোভাবেই ‘কারচুপি’ করার কোনো সুযোগই থাকে না। যুক্তি পাল্টা যুক্তিতে হেরে যায় মামলাকারীরা। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দেয় উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে মামলা খারিজ করা হল। এমনটাই জানা গিয়েছে,সংবাদমাধ্যমের সূত্রের খবরে।

উল্লেখ্য,এর আগেও ইভিএম মেশিনে কারচুপির জন্যই বিজেপির পক্ষে ভোট পড়ছে বলে অভিযোগ করে বিরোধীরা। এই ইভিএম মেশিন কোথায় মেরামত করা হয় তার নাম, ঠিকানা জানাবার দাবি তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই কারচুপির অভিযোগ তুলে বিজেপি সহ নির্বাচন কমিশনে চাপে ফেলা হয়। ইভিএমের আস্থা হারিয়েছে মানুষ,তাই ভোট প্রক্রিয়া ব্যালটের মাধ্যমে হোক,এমন দাবী জানিয়ে গত ২৭ আগষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনে একটি আবেদনপত্র জমা দেয় দেশের সর্ববৃহৎ বিরোধী দল। তৃণমূলের তরফ থেকেও ইভিএমের বদলে ব্যালট ফেরানোর দাবী করা হয়। কিন্তু সেসব দাবী স্বীকৃতি পেল না অবশেষে। সুপ্রিম কোর্ট মামলা খারিজ করায় লোকসভা ভোটের আগেই বড়সড় ধাক্কা পেল বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!