এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > NIA-এর কড়া পদক্ষেপ অব্যাহত! প্রবল চাপের মুখে তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’ ছত্রধর মাহাতো?

NIA-এর কড়া পদক্ষেপ অব্যাহত! প্রবল চাপের মুখে তৃণমূলের জঙ্গলমহলের ‘মুখ’ ছত্রধর মাহাতো?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময় জঙ্গলমহলের মুকুটহীন সম্রাট ছিলেন মাওবাদী নেতা ছত্রধর মাহাতো। জঙ্গমহলের জনজীবন ছিল মূলত তারই নিয়ন্ত্রণাধীন। তবে গত ২০০৯ সালে জঙ্গলমহলে সিপিএম নেতা প্রবীর মাহাতোকে হত্যা এবং সে বছরই ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস অপহরণের ঘটনায় তাঁর দিকেই অভিযোগের অঙ্গুলি হেলন করা হয়। এ সময় তিনি আবার জঙ্গলমহলে পুলিশ সন্ত্রাসবিরোধী জনসাধারণ কমিটি তৈরি করেছেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সচেষ্ট হয়। কয়েকমাসের চেষ্টায় পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারপর বেশ কয়েকটা বছর তিনি কারাবাস কাটান।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কারাবাস সাঙ্গ করে জঙ্গলমহলে ফিরে আসেন তিনি।

এরপর মূলত, রাজনৈতিক উদ্দেশ্য সাধনেই তৃণমূল দলের সংগঠনে বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতোকে তৃণমূলের রাজ্য কমিটিতে স্থান দিয়েছেন। উদ্দেশ্য একসময়ের জঙ্গলমহলের এই নেতাকে কাজে লাগিয়ে জঙ্গলমহলে শাসক দলের হারানো মাটি ফিরে পাওয়া।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মাওবাদী সঙ্গ ত্যাগ করে তৃণমূল সঙ্গে যোগদান, দলে গুরুত্বপূর্ণ পত্র প্রাপ্তির পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁকে জেরার জন্য ডেকে পাঠায়। গত ২০০৯ সালের ওই দু’টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ প্রথমে তাঁকে কলকাতার অফিসে ডেকে পাঠিয়েছিল। কিন্তু সে সময় তিনি জানান যে, করোনা সংক্রমণের কারণে যানবাহনের অপ্রতুলতায় মেদিনীপুর থেকে কলকাতা যাওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব। তাঁর আর্জি মেনে তদন্তকারি সংস্থা গত আগস্ট মাসের শেষদিকে শালবনির কোবরা ক্যাম্পে ২ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেসময় তাঁকে বলা হয়েছিল যে, প্রয়োজন হলে তাঁকে পুনরায় জেরার জন্য ডেকে পাঠানো হতে পারে। এর পর এক মাসের মধ্যেই পুনরায় তাঁকে তলব করা হয়েছে। আগামী সপ্তাহেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানা গেছে। এবার তাঁকে মেদিনীপুরেই জিজ্ঞাসাবাদ করা হবে? নাকি কলকাতার এনআইএ অফিসে তাঁকে উপস্থিত হতে হবে? সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

এক মাসের মধ্যে এভাবে তৃতীয়বার জেরার সম্মুখীন হওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তৃণমূলে যোগদান এবং পদ প্রাপ্তির জন্যই তাঁর ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ বৃদ্ধি করছে। বেশ কিছু কিছু রাজনৈতিক মহলও মনে করছে, তৃণমূল দলে গুরুত্বপূর্ণ পদলাভের জন্যই তাঁকে রাজনৈতিক ভাবে কিছুটা চাপে রাখতে পুরনো মামলার আবার নতুন করে তদন্ত শুরু করা হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!