এখন পড়ছেন
হোম > রাজ্য > এনআইয়ে তদন্ত না করতেই কি এই পদক্ষেপ রাজ্যের ! ফের পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন !

এনআইয়ে তদন্ত না করতেই কি এই পদক্ষেপ রাজ্যের ! ফের পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরায় ঘটে গিয়েছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। বিরোধীদল থেকে শুরু করে গ্রামবাসীরা দাবি করছেন, এনআইএ তদন্ত হোক। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে সম্মতি প্রকাশ করেছেন। তবে বর্তমানে এর তদন্ত শুরু করেছে সিআইডি। আর এই পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হলেও সেখানে কোনো বিস্ফোরণ ধারা না থাকার কারণে উঠতে শুরু করেছে প্রশ্ন। তাহলে কি পুলিশ এই ভয়াবহ বিস্ফোরণকে লঘু ভাবে নিচ্ছে, নাকি এনআইএর হাতে তদন্ত যাতে না যায়, তার জন্য সূক্ষভাবে এই পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন!

সূত্রের খবর, এগড়ার বিস্ফোরণ কান্ডে এফআইআর হলেও সেখানে বিস্ফোরণের কোনো ধারা নেই। কিন্তু আশ্চর্য জনকভাবে প্রচুর বিস্ফোরক না থাকলে এই বড় মাপের বিস্ফোরণ হতে পারে না। তবে তা সত্ত্বেও কেন বিস্ফোরণের কোনো ধারা দিল না পুলিশ, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যদি এই বিস্ফোরণের ধারা দেওয়া হতো, তাহলে এনআইএর তদন্ত করতে অনেকটাই সুবিধে হত। ফলে সেই এনআইএ যাতে তদন্ত করতে না পারে, তার জন্যই সুকৌশলে সেই ধারা দেয়নি প্রশাসন। তবে অনেকে বলছেন, যদি প্রশাসনের এই বিস্ফোরণের ধারা না দেওয়ার বিষয়টি ইচ্ছাকৃত হয়, তাহলে তা নিয়ে আরও জলঘোলা হতে পারে। গোটা বিষয়টি নিয়ে এবার আরও বেশি করে শাসক দলকে চেপে ধরতে পারে বিরোধীরা। আর তার ফলে জেরবার হতে পারে রাজ্য প্রশাসন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!