এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকেই লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে

নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকেই লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিজের দলের নেতা-কর্মীদের কাছ থেকেই চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সোমনাথ বেরার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক ও জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ হলেন তৃণমূল নেতা সোমনাথ বেরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে জেলা তৃণমূল কর্মী, তৃণমূল অঞ্চল সভাপতি, তৃণমূল বুথ সভাপতি, তৃনমূল পঞ্চায়েত সদস্য এমন বহু মানুষকে ঠকিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের সঙ্গে তিনি আর্থিক প্রতারণা করেছেন। সমগ্র তমলুক ব্লক জুড়ে প্রায় ৩৫ জন মানুষকে তিনি ঠকিয়েছেন। তাদের ঠকিয়ে প্রায় ২ কোটি টাকা কামিয়ে নিয়েছেন তিনি। দলের কাছে বারবার অভিযোগ করেও কোন সমস্যার সমাধান হয়নি। চাকরি তিনি কাউকেই দিতে পারেননি। কিন্তু, টাকাও তিনি ফেরত দেন নি। চাপে পড়ে বেশ কয়েকবার তিনি টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন, যদিও এর পরেও তিনি টাকা ফেরত দেননি। শেষপর্যন্ত তাঁকে টাকা দিয়ে সর্বস্ব হারানো মানুষেরা গণমাধ্যমের সামনে সমস্ত বিষয় জানিয়ে দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্থানীয় তৃণমুল নেতাকর্মীদের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে একের পর এক মানুষকে ঠকিয়েছেন তিনি। কাউকে গ্রুপ ডি, কাউকে গ্রুপ সি, কাউকে আপার প্রাইমারি সহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের বুথ সভাপতি আশীষ মান্না অভিযোগ করেছেন, তাঁর আত্মীয়কে চাকরি দেওয়ার নাম করে ১৩ লক্ষ টাকা নিয়ে নিয়েছেন তৃণমূল নেতা সোমনাথ বেরা।

আবার, অনন্তপুর ১ অঞ্চল সভাপতি শেখ মর্তাজা আলি অভিযোগ করেছেন যে, চাকরি দেওয়ার নাম করে তার থেকে ২১ লক্ষ টাকা নিয়েছেন সোমনাথ বেরা। তমলুকের যুব তৃণমূল ব্লক সভাপতি শশধর সামন্ত জানিয়েছেন যে, তাঁর ছেলের চাকরির জন্য সোমনাথ বেরা তাঁর থেকে সাড়ে ১৬ লক্ষ টাকা নিয়েছেন। কিন্তু টাকা নিলেও এদের কাউকে কোন চাকরির ব্যবস্থা করে দেননি তিনি।

হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বারবার কটাক্ষ্য করা হয়েছে তৃণমূলকে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটাই হলো তৃণমূলের আসল ছবি। তৃণমূলের নেতারা নিজের দলের কর্মীদের স্বর্বস্ব ছিনিয়ে কোটিপতি হয়েছেন। যদিও এ প্রসঙ্গে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা সোমনাথ বেরা। এ প্রসঙ্গে বিশেষ কোনো বক্তব্য রাখেননি তিনি, শুধু জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগগুলি একেবারেই ভিত্তিহীন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!