নিজে করোনা আক্রান্ত হয়েও ছুটে বেড়াচ্ছেন তৃণমূলী মন্ত্রী! প্রশংসার পাশাপাশি তীব্র বিতর্কও! তৃণমূল রাজনীতি রাজ্য November 2, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কথায় বলেই ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে’ এই প্রবাদ বাক্যটাই আবার প্রমাণ করে দিলেন রাজ্যের এক মন্ত্রী। যিনি নিজে করোনা আক্রান্ত হলেও পিপিই কিট পরে কলকাতা মেডিকেল কলেজের সুপারস্পেস্যালিটি বিল্ডিংয়ের এ মাথা থেকে ওমাথা ছুটে গেলেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য করোনা রোগীদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নিতেই, এমনটা করলেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। এভাবে নিজে করোনা আক্রান্ত হয়েও, যেভাবে করোনা আক্রান্ত রোগীদের, চিকিৎসকদের শরীর- স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিলেন, যেভাবে তাদের সুবিধা-অসুবিধার খেয়াল রাখলেন, তার ফলে মন্ত্রীর উপরে অত্যন্ত খুশি হলেন করোনা আক্রান্ত রোগী, রোগীর পরিবারের লোকজন, করোনা আক্রান্ত চিকিৎসকেরা। কিন্তু নিজে করোনা আক্রান্ত হয়েও কেন ছুটে বেড়ালেন হাসপাতালে? যে নিয়ে নানা প্রশ্ন উঠতেও শুরু করে দিয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগে মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটায় বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছিল রাজ্যের মন্ত্রী নির্মল মাজিকে। কিছুদিন পরে খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। কিন্তু এরপরেই তিনি করোনা আক্রান্ত হলেন। তাঁকে কলকাতা মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিভাগে ভর্তি করা হলো। করোনা মুক্ত না হবার কারণে, এখনো তিনি ভর্তি আছেন সেখানেই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে আবার করোনা আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে, করোনা আক্রান্ত হয়ে পড়েছেন কলকাতা মেডিকেল কলেজের বেশ কিছু চিকিৎসক। গতকাল রবিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুজন সিনিয়র চিকিৎসক ও দুজন জুনিয়ার চিকিৎসকের শ্বাসকষ্ট তীব্র হতে শুরু করে। এই করোনা আক্রান্ত চিকিৎসকের শ্বাসকষ্টের খবর পেয়ে তাদের খোঁজ নিতে দ্রুত ছুটে আসেন মন্ত্রী নির্মল মাজি। গতকাল অসুস্থ চিকিৎসকদের যেমন তিনি খোঁজ নিলেন, তেমনি করোনা আক্রান্ত রোগীরা কেমন আছেন? তাঁরা ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা? সে ব্যাপারেও তদবির করেন তিনি। এ প্রসঙ্গে হাসপাতালের জনৈক চিকিৎসক জানান যে, গতকাল রাতে মন্ত্রী তিনঘন্টা তাঁদের সঙ্গে ছিলেন। সিসিইউর বাইরে বসে থেকে তিনি তাঁদের খোঁজ খবর নিয়েছিলেন। গুরুতর অসুস্থ ৪ জন চিকিৎসকের শারীরিক অবস্থার উন্নতির খবর পেলে তবেই তিনি নিজের বেডে ফিরে এসেছিলেন। এভাবে, নিজে করোনা আক্রান্ত হয়েও যেভাবে তিনি চিকিৎসক ও করোনা রোগীদের খোঁজখবর নিলেন, যার ফলে তাঁর উপর আপ্লুত হতে দেখা গেল করোনা রোগী, করোনা আক্রান্তের পরিবার ও করোনা আক্রান্ত চিকিৎসকদের। তবে মন্ত্রীর এই ভূমিকা নিয়ে বিতর্কও কম হয়নি। নিজে করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে যেখানে সেখানে যাওয়া কতটা সমীচীন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা ইন্ধন জুগিয়েছে বিতর্কের। তবে প্রসঙ্গে মন্ত্রী নির্মল মাজির স্পষ্ট বক্তব্য, যে চিকিৎসকেরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের জীবন বাঁচাবার কাজে লেগেছেন, তাঁরা যদি অসুস্থ হন, তবে তাঁদের পাশে দাঁড়ানো তিনি নিজের কর্তব্য বলে মনে করেন। আপনার মতামত জানান -